‘মে মাসে গোড়াতেই ৪৬ লাখ ডোজ টিকা’ পাচ্ছে বাংলাদেশ
- আপডেট সময় : ০৩:৩২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১ ১২২ বার পড়া হয়েছে
‘মে মাসের গোড়াতেই আসছে রুশ, চীন ও কোভ্যাক্স মিলিয়ে ৪৬ লাখ ডোজ টিকা’
ভেয়েস ডিজিটাল ডেস্ক
মে মাসের গোড়াতেই ৪০ লাখ ডোজ রুশ টিকার চালান আসছে। চীনের উপহার হিসেবে মিলছে ৫ লাখ ডোজ টিকা। প্রায় একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স থেকে পাওয়া যাবে ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ডোজ টিকা। সব মিলিয়ে ৪৬ লাখ ডোজ টিকার মজুত গড়ে ওঠবে বাংলাদেশে।
এরই মধ্যে রুশ টিকা ‘স্পুটনিক ফাইভ’ ব্যবহারের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার ওষুধ প্রশাসন অধিদপ্তরের সংশ্লিষ্ট টেকনিক্যাল কমিটির সুপারিশের প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর টিকার ব্যবহার অনুমোদন কেরে।
অন্যদিকে সেরাম থেকে মে ২০ লাখ ডোজ টিকা আসার কথা জানিয়েছে বেক্সিমকো। যদিও গত দুই মাসে সেরাম বাংলাদেশকে টিকা সরবরাহ করতে পারেনি। কবে নাগাদ টিকার চালান আসতে পারে, তা কেউ বলতে পারছে না।
চুক্তির পর সেরাম ইনস্টিটিউট থেকে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দু’টো চালানে ৭০ লাখ ডোজ টিকা পায় বাংলাদেশ।
এর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৩ কোটি ডোজ টিকা কিনতে সেরাম ইনস্টিটিউটের সঙ্গে গত বছর ৫ নভেম্বর চুক্তি হয়। সে অনুযায়ী দেড় কোটি ডোজ টিকার মূল্য ৫১০ কোটি টাকা অগ্রিম পরিশোধও করে বাংলাদেশ। চুক্তি মতে মাসে ৫০ লাখ ডোজ টিকা সরবরাহের কথা থাকলেও প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ টিকা পাচ্ছে না।
এখনও পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহণ অনুসারে দ্বিতীয় ডোজ সম্পন্ন করতে প্রায় ১০ লাখ ডোজ টিকার প্রয়োজন। এরই মধ্যে বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহের তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ।
এরই মধ্যে বাংলাদেশ-রাশিয়া যৌথ উদ্যোগে টিকা উৎপাদনের চুক্তি সই হয়েছে। আগামী মাস দু’য়েকের মধ্যেই টিকা উৎপাদনে যাচ্ছে বাংলাদেশ। অবশ্য সেরামের সঙ্গে চুক্তি উপহার হিসেবে ৩৩ লাখ ডোজ টিকা দিয়েছে ভারত।