রাতের অন্ধকারে কুমিল্লায় শহীদ মিনার ভাঙ্গল দুর্বৃত্তরা

- আপডেট সময় : ০৯:৪৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে
কুমিল্লায় চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ডিগ্রি কলেজ ক্যাম্পাসের শহিদ মিনার ভেঙ্গে ফেলেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতের ঘটনা।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে প্রথমে কলেজ শিক্ষকরা এবং পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কলেজ চত্বরের শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
তারা রাত সাড়ে ১২ টার দিকে ক্যাম্পাস ত্যাগ করেন। রাত প্রায় ২টার দিকে বিকট শব্দ হয়। কলেজের নৈশপ্রহরী শহীদ মিনারের কাছে গিয়ে দেখেন শহীদ মিনারের ৩টি স্তম্ভের মধ্যে ২টি ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ আবদুল লতিফ বলেন, ফুল দেওয়ার পর আমরা চলে গেলে গভীর রাতে দুর্বৃত্তরা এ কাজ করেছে। পুলিশ ঘটনাস্থলে এসেছেন। কারা ঘটনা ঘটিয়েছে তা বলতে পারছি না।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে সিসিটিভি ক্যামেরা না থাকায় এখনই কারা শহীদ মিনার ভেঙেছে তা নিশ্চিত করা যাচ্ছে না। তবে স্থানীয় লোকজন এ কাজের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।