সংবাদ শিরোনাম ::
রাজিব হত্যা মামলায় ২৩ জনকে ফাঁসির আদেশ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৫১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ ৫৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
বাংরাদেশের মাদারীপুরে রাজীব সরদার (২৫) নামের একযুবককে ১১ বছর আগে হত্যা করা হয়। সেই মামলার রায়ে মঙ্গলবার মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ২৩ জনের মৃত্যুদণ্ড ও ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন। এ সময় আদালতে ২২জন আসামি উপস্থিত ছিলো।
রায়ে চার জনকে খালাস দেওয়া হয়েছে এবং বাকি তিনজন আসামি মারা গেছেন। সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান সিংহ জানিয়েছেন, রাজীবের বাবা-মা নেই। মামার বাড়িতেই বেড়ে ওঠেছে।
ঘটনার দিন মামা আলী হাওলাদারের নার্সারিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে পূর্ববিরোধের জেরে রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়। মামলায় আসামির ছিল ৩৬ জন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ছয় আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।