যোগব্যায়াম দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আত্মীয়তার স্থায়ী বন্ধন

- আপডেট সময় : ০৯:২৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে
‘এক পৃথিবী, এক স্বাস্থ্যের জন্য যোগ’ এই প্রতিপাদ্য নিয়ে শনিবার (২১ জুন) ঢাকায় ভারতের হাই কমিশনের উদ্যোগে ১১তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন আয়োজনে হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন যে, যোগব্যায়াম বিশ্বের লক্ষ লক্ষ মানুষের জীবনের একটি পথ হয়ে উঠেছে, যোগব্যায়াম তাদের সীমান্ত, সংস্কৃতি এবং বিশ্বাসের বাইরেও সংযুক্ত করে।
গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মিসেস অ্যান মেরি জর্জ তার বক্তব্যে বলেন যে এটি আন্তর্জাতিক যোগ দিবসের ১০ তম বার্ষিকী। ২০১৪ সালের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতিসংঘের সাধারণ পরিষদে তার ভাষণে আন্তর্জাতিক যোগ দিবস ঘোষণার প্রস্তাব করেন।

পরবর্তীতে জাতিসংঘের সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে প্রতি বছর ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে উদযাপনের ঘোষণা দেয়।
হাই কমিশন বলেন, এ বছর আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন আমাদের দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আত্মীয়তার স্থায়ী বন্ধন, জনগণের মধ্যে সম্পর্ক এবং ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভাগ করা ত্যাগের উপর ভিত্তি করে তৈরি সম্পর্কের কথা স্মরণ করিয়ে দেন।

হাই কমিশনার আশা প্রকাশ করেন, যোগব্যায়াম দুই দেশের জনগণের মধ্যে সুস্থতা এবং সম্প্রীতির যৌথ সাধনার আরেকটি ঐক্যবদ্ধ বন্ধন হবে।
এই অনুষ্ঠানে বাংলাদেশের বিপুল সংখ্যক যোগ উৎসাহী অংশগ্রহণ করেন, যারা সাধারণ যোগ প্রোটোকলের উপর ভিত্তি করে একটি অনুশীলন অধিবেশনে অংশগ্রহণ করেন। বাংলাদেশের অনেক বিশিষ্ট যোগ প্রতিষ্ঠানও যোগের উপকারিতা তুলে ধরে যোগ প্রদর্শনী উপস্থাপন করেন।
অনুষ্ঠানে ৭০ বছরের বেশি বয়সী প্রবীণ যোগ অনুশীলনকারীদের সম্মানিত করা হয়। যোগ উৎসাহী এবং প্রতিষ্ঠান ছাড়াও, অনুষ্ঠানে বাংলাদেশের বেশ কয়েকজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, গণমাধ্যমকর্মী, পেশাদার, পণ্ডিত এবং যুবক উপস্থিত ছিলেন।