ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

যে কেন্দ্রে ৫৯ পরীক্ষার্থীই ভুয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪ ১৭৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

ভয়েস ডিজিটাল ডেস্ক

একটি কেন্দ্রে ৫৯ জন পরীক্ষার্থীই ভুয়া। তাদের আটক করেছে ভ্রাশ্যমান আদালত। গটনা নওগাঁর সাপাহারে সরফতুল্লাহ ফাজিল মাদরাসা পরীক্ষাকেন্দ্রে।

মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনকালে প্রবেশপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর মিল না থাকায় তাদের আটক করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন।

জানা গেছে, সাপাহার সরফতুল্লাহ কেন্দ্রে চলতি বছর ৪০টি প্রতিষ্ঠানে দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৭৭৭ জন। মঙ্গলবার সেখানকার ২০টি কক্ষে ৭৫৭ জন পরীক্ষার্থী উপস্থিত হয়ে আরবি দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশগ্রহণ করে।

এসময় আকস্মিক কেন্দ্র পরিদর্শনে যান ইউএনও। এরপর অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মিল না পেয়ে ৫৯ পরীক্ষার্থীকে আটক করা হয়। যেখানে ১৫ জন ছাত্র এবং ৪৪ জন ছাত্রী রয়েছে।

সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অ্যাডমিটের ছবির সঙ্গে মিল না থাকায় এখন পর্যন্ত ৫৯ জন ভুয়া দাখিল পরীক্ষার্থীকে শনাক্ত করে তাদের আটক করা হয়েছে। সংশ্লিষ্ট মাদরাসার সুপারদের তলব করা হয়েছে। তারা এসে এসব শিক্ষার্থীদের শনাক্ত করবেন।

ইউএনও আরও বলেন, ওই কেন্দ্রের পরীক্ষার্থীদের প্রত্যেকের প্রবেশপত্রসহ অন্য কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে প্রকৃত ভুয়া শিক্ষার্থীর সংখ্যা জানা যাবে। এই অনিয়মের সঙ্গে কেন্দ্র সচিব কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকদের জড়িত থাকার প্রমাণ পেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যে কেন্দ্রে ৫৯ পরীক্ষার্থীই ভুয়া

আপডেট সময় : ০৩:০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪

 

ভয়েস ডিজিটাল ডেস্ক

একটি কেন্দ্রে ৫৯ জন পরীক্ষার্থীই ভুয়া। তাদের আটক করেছে ভ্রাশ্যমান আদালত। গটনা নওগাঁর সাপাহারে সরফতুল্লাহ ফাজিল মাদরাসা পরীক্ষাকেন্দ্রে।

মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনকালে প্রবেশপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর মিল না থাকায় তাদের আটক করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন।

জানা গেছে, সাপাহার সরফতুল্লাহ কেন্দ্রে চলতি বছর ৪০টি প্রতিষ্ঠানে দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৭৭৭ জন। মঙ্গলবার সেখানকার ২০টি কক্ষে ৭৫৭ জন পরীক্ষার্থী উপস্থিত হয়ে আরবি দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশগ্রহণ করে।

এসময় আকস্মিক কেন্দ্র পরিদর্শনে যান ইউএনও। এরপর অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মিল না পেয়ে ৫৯ পরীক্ষার্থীকে আটক করা হয়। যেখানে ১৫ জন ছাত্র এবং ৪৪ জন ছাত্রী রয়েছে।

সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অ্যাডমিটের ছবির সঙ্গে মিল না থাকায় এখন পর্যন্ত ৫৯ জন ভুয়া দাখিল পরীক্ষার্থীকে শনাক্ত করে তাদের আটক করা হয়েছে। সংশ্লিষ্ট মাদরাসার সুপারদের তলব করা হয়েছে। তারা এসে এসব শিক্ষার্থীদের শনাক্ত করবেন।

ইউএনও আরও বলেন, ওই কেন্দ্রের পরীক্ষার্থীদের প্রত্যেকের প্রবেশপত্রসহ অন্য কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে প্রকৃত ভুয়া শিক্ষার্থীর সংখ্যা জানা যাবে। এই অনিয়মের সঙ্গে কেন্দ্র সচিব কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকদের জড়িত থাকার প্রমাণ পেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।