যুক্তরাষ্ট্র সফরকালে আল জাজিরা প্রতিবেদনের প্রসঙ্গ কেউ তোলেননি : ড. মোমেন
- আপডেট সময় : ০৩:৫০:২৬ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১ ২৫৭ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফিরেছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তাঁর এই সফর নিয়ে বিদেশমন্ত্রকে সাংবাদিক বৈঠকে আসেন ড. মোমেন। তিনি ছিলেন খুবই প্রাণবন্ত। খুব সহজভাবেই দেন সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর। এসময় তিনি জানান, যুক্তরাষ্ট্র সফরকালে সে দেশের বিভিন্ন নেতার সঙ্গে তিনি আলাপ হয়েছে। কিন্তু কেউই সম্প্রতি বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আল জাজিরায় করা প্রতিবেদনের নিয়ে কথা তোলেননি।
ঊাংলাদেশের স্বাধীনতার মাসের প্রথম দিন সোমবার বিদেশমন্ত্রকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. এ কে আব্দুল মোমেন একথা বলেন।
ড. মোমেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান ও সিনেটরদের সঙ্গে নানা বিষয় নিয়ে তাঁর আলাপ-আলোচনা হয়েছে। তবে কেউই আল জাজিরার প্রতিবেদন প্রসঙ্গে কোনো কথা তোলেননি। ভয়েস অব আমেরিকা, আমেরিকার সময়, আমেরিকা প্রতিদিন, আমেরিকার বাংলাটিভিসহ বেশ কিছু টিভি এই বিষয়টি নিয়ে প্রশ্ন করেছে। আমরা বলেছি, আল জাজিরা একটা নাটক লিখেছে। তবে তারা নাটকে এত ভুল তথ্য দিয়েছে যে তা একেবারেই বেমানান।
ড. একে আব্দুল মোমেন তিন দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে সোমবার ঢাকায় ফেরেন এবং সাংবাদিকদেও মুখোমুখি হন। এসময় ইন্দো-প্যাসিফি নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে চায় না বলেও জানান ড. মোমেন।
হোয়াইট হাউজ থেকে অতি উৎসাহী ভারতীয় বংশোদ্ভূত একজন মন্ত্রীকে ফোন করে এ বিষয়ে আলোচনা করেছেন বলেও জানিয়েছেন ড. মোমেন।
তিনি জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী (এন্থনি ব্লিনকেন) আমাকে ইন্দো-প্যাসিফিক নিয়ে কোনও কথা বলেননি। তবে পরবর্তীতে হোয়াইট হাউজ থেকে একজন ডেপুটি আমাকে ফোন করে বলেন তারা ইন্দো-প্যাসিফিকে সিকিউরিটি নিয়ে দৃঢ় একটি প্রোগ্রাম করতে চান। আমি বললাম, আমরা এখন আমাদের উন্নয়ন নিয়ে ব্যস্ত। প্রথমত আমাদের লোকদের খাদ্য, বস্ত্র, বাসস্থান দিতে হবে। তাদের সুন্দর একটি জীবন দিতে হবে। এছাড়া সব দেশ আমাদের বন্ধু। সুতরাং আমরা খাদ্য ও ভালো জীবন দেওয়ার বিষয়ে বেশি উদ্বিগ্ন।