যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন কেটে গেছে: পররাষ্ট্র উপদেষ্টা

- আপডেট সময় : ১০:২৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ১২৯ বার পড়া হয়েছে
পতিত হাসিনার সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। পুলিশ, সেনাবাহিনী ও র্যাবের উর্ধতন কর্মকর্তাদেও বিরুদ্ধে নিষেজ্ঞার কবলে পড়ে হাসিনা সরকার।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে ভারত চলে যায় হাসিনা।
৮ সেপ্টেম্বর নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কেও উন্নত ঘটার কথা জানালেন, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
ঊৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে টানাপোড়েন ছিলো, তা কেটে গেছে বলে মনে করছেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিগত সরকারের একটি অপ্রয়োজনীয় টানাপোড়েন ছিল। অন্তর্বরর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর সেই টানাপোড়েন কেটে গেছে।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে কোন দেশের সঙ্গে সম্পর্ক সবচেয়ে উষ্ণ এবং কোন দেশের সঙ্গে সবচেয়ে শীতল, জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা সরাসরি এর কোনো উত্তর দেননি। তবে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে কথা বলেন।
তৌহিদ হোসেন বলেন, বিগত সরকারের সময়ে শেষ দিকে গিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটু টানাপোড়েন হয়েছিল। এটি আমরা সবাই জানি, অস্বীকার করার কোনো অর্থ হয় না।
আমি মনে করি সে জিনিসটি কেটে গেছে। আমাদের একটি নীতি রয়েছে, সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই, সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে অপ্রয়োজনীয় টানাপোড়েন ছিল এ নীতির ব্যত্যয়, সেটাকে আমরা সঠিক করতে পেরেছি।