সংবাদ শিরোনাম ::
মৌসুমী মুখার্জী পাল’র কবিতা ‘তোমার তুমি’
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:১০:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ ২০৫ বার পড়া হয়েছে
তোমার জন্য
চাঁদ ছুয়েছে জোৎস্নাবাড়ি,
আমার ঘরে আসেনা চাঁদ
তার সাথে মোর ঝগড়া আড়ি।
তোমার জন্য
তারার আলো দূর আকাশে,
আমার কত কাছের মানুষ
তারার পাশেই শূণ্যে ভাসে।
তোমার জন্য
পাহাড় নামায় ঝর্ণা ধারা
সেই তুমি টার স্পর্শে আজও
আমার মনে ফল্গুধারা।
তোমার জন্য
সাগর ঢেউয়ে উথালপাতাল
আমার মনেও ঢেউ দিয়ে
রোজ করছো মাতাল।
তোমার জন্য
রোজ সকালে রবির আলো
নতুন করে প্রতিক্ষণে
তোমায় ভীষণ বাসছি ভালো।
তোমার জন্য
বউ কথা কও গাছের ডালে
বসছে এসে মিষ্টি সুরে
গান শোনাতে রোজ সকালে।
তোমার জন্য
সেদিন ভোরে ফুলের মেলা
ভালোবাসার নতুন খোঁজে
ছোট্ট হয়ে সেই তুমিটা করছ খেলা।
তোমার জন্য
চাঁদ তারা আর ফুল পাখিরা
আনতে পারে অজস্র সুখ
একনিমেষে মুছিয়ে সকল অশ্রুধারা।
তোমার জন্য
সবার প্রথম সবার শেষে
সেই তুমি কে ভালো রেখো
তুমি ই ভীষণ ভালোবেসে।