মোদিকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ১১:৪২:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪ ১০৩ বার পড়া হয়েছে
টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ায় নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।সোমবার (১০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) প্রকাশিত এক পোস্টে এ অভিনন্দন জানান তিনি।পোস্টে মোদিকে ট্যাগ করে শাহবাজ লিখেন, ‘ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ায় নরেন্দ্র মোদিকে অভিনন্দন।’
এর আগে গতকাল রোববার সন্ধ্যায় দিল্লিতে রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে দেশ-বিদেশের অতিথি ও অভ্যাগতদের সামনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদি। মোদির সঙ্গে ওইদিনই শপথ নিয়েছেন তার মন্ত্রিপরিষদের ৭২ জন সদস্য, যাদের মধ্যে পূর্ণমন্ত্রী হলেন ৩০ জন, ৫ জন স্বাধীন ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৩৬ জন প্রতিমন্ত্রী।
মোদির শপথ অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু, সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জগন্নাথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ড ও ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে যোগ দিয়েছেন।
সূত্র: জিও নিউজ