মুম্বাইয়ের হোটেল থেকে মাদকসহ আটক অভিনেত্রী
- আপডেট সময় : ০৩:৫৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১ ৪৪৬ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
ভারতের মুম্বাইয়ের একটি অভিজাত হোটেল থেকে মাদকসহ টলিউডের (দক্ষিণী ছবির) এক অভিনেত্রীকে আটক করেছে দেশটির ন্যাক্রোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) সদস্যরা।
একই সঙ্গে এক মাদক পাচারকারীকেও আটক করেছে এনসিবি। তবে ২০ বছর বয়সী ওই অভিনেত্রীর পরিচয় প্রকাশ করেনি এনসিবি। খবর এএনআই।
প্রকাশিত খবরে বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে মুম্বাইয়ের মীরা রোডের একটি হোটেলে অবস্থান করছিলেন ওই অভিনেত্রী। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে সেখানে অভিযান চালান এনসিবির কর্মকর্তারা। সেখানে তল্লাশির পর গতকাল রবিবার আটক করা হয় ওই অভিনেত্রীকে।
এসময় আরও এক মাদক পাচারকারীকেও আটক করা হয়। এছাড়া অভিযানে ৮ থেকে ১০ লাখ টাকার মাদক উদ্ধার করা হয়েছে।
ওই অভিনেত্রী কীভাবে মাদকের ঘটনায় জড়িয়ে পড়লেন বা পুরো বিষয়ে তার ভূমিকাই বা কতখানি তা খতিয়ে দেখছে এনসিবি। এছাড়া মীরা রোডের ওই হোটেল এবং তার মালিকও এনসিবির সন্দেহের তালিকায় রয়েছে। হোটেলের মালিক ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।