মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আওয়ামী লীগের কর্মসূচি
- আপডেট সময় : ০৬:২৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১ ২২৪ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছর ‘মুজিববর্ষ এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ উপলক্ষ্যে দলীয় কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। দেশজুড়ে সাংগঠনিক জেলা শাখা থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত এসব কর্মসূচি পালন করা হবে।
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভায় এসব কর্মসূচি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আগামী ২৬ মার্চ থেকে শুরু করে ২০২২ সালের ২৬ মার্চ পর্যন্ত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রীসহ চার জন বিদেশি অতিথি আসবেন। তাদেরও প্রোগ্রাম রয়েছে এবং জাতীয় বাস্তবায়ন কমিটিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাইডলাইন নিয়ে কর্মসূচি প্রণয়ন করেছেন।
কাদের বলেন, এসব কর্মসূচির মধ্যে আরো রয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম, স্বাধীনতার সংগ্রামের ওপর আলোচনাসভা, পুস্তিকা প্রকাশ, সেমিনার, গোলটেবিল বৈঠক আয়োজন এবং আলোকচিত্র প্রদর্শনী (ভিজ্যুয়াল ডকুমেন্টশন)। সারা দেশে সংগঠনের দলীয় কার্যালয়ে ও বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার এবং সভা-সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করা হবে।
এছাড়া সারা দেশে মসজিদে দোয়া মাহফিল ও মন্দির-গির্জা-প্যাগোডাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন এবং সারা দেশে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করবে আওয়ামী লীগ।