মিয়ানমারে ধর্মীয় নেতাদের নিয়ে বাংলাদেশ কনস্যুলেটের মতবিনিময়
- আপডেট সময় : ০৬:৫৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩ ৭১ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
মিয়ানমারের রাখাইনের সিট্যুয়েস্থ বাংলাদেশ কনস্যুলেট বিভিন্ন প্যাগোডার সিনিয়র বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ ধর্মীয় নেতাদের নিয়ে মতবিনিময় ও প্রার্থনা সভার আয়োজন করে।
বাংলাদেশ কনসুলেট জানায়, রাখাইনে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ কনস্যুলেট গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতাদের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে চলেছে।
এরই ধারাবাহিকতায় অত্যন্ত প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ ধর্মীয় নেতাদের নিয়ে এই মতবিনিময় ও প্রার্থনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবারের এই আয়োজনে কনস্যুলেটের সদস্য ও তাদের পরিবারসহ সিট্যুয়ে বিশ্ববিদ্যালয়ের রাখাইন ও মুসলিম ছাত্র ইউনিয়নের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বৌদ্ধ ধর্মতত্ত্ব ও বুদ্ধের বানী নিয়ে আলোচনার পাশাপাশি দেশ জনগণ ও সাম্প্রদায়িক সম্প্রীতি এবং এ অঞ্চলের শান্তির জন্য প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে মিশন প্রধান জাকির আহমেদ সিনিয়র বৌদ্ধ ভিক্ষুদের চিবরদান করেন। এসময় উপস্থিত সবাইকে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে আপ্যায়িত করা হয়।