মানুষের জীবন নিয়ে বাণিজ্য : চার ট্রাক ভর্তি মেয়াদোত্তীর্ণ কিট-রিয়েজেন্ট জব্দ
- আপডেট সময় : ০৭:০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১ ২১৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বর্তমান মহামারীকালেও মানুষের জীবন নিয়ে বাণিজ্যের কমতি নেই। সমাজের নামীদামি ব্যক্তিরা এতো দিন নেপথ্যে থেকে এমন বাণিজ্য করে আসছিলো। অবশেষে চোরার দিন শেষ। এবারে একেবারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কব্জায় ভেজাল ও মেযাদোত্তর্ণী চার ট্রাক বর্তি অনুমোদনহীন মেডিকেল পণ্য, করোনাভাইরাস শনাক্তের কিট ও রিয়েজেন্ট।
বৃহস্পতিবার রাত থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত ঢাকার অভিজাত এলাকা বনানী, মোহাম্মদপুর এলাকায় অভিয়ান চালায় র্যাব।
এসময় জড়িত থাকার অভিযোগে মূল হোতাসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-২ এর মিডিয়া অফিসার আবদুল্লাহ আল মামুন জানান, বনানী ও মোহাম্মদপুরের ৩টি প্রতিষ্ঠানে রাতভর অভিযান চালায় র্যাব-২। প্রতিষ্ঠানগুলো হচ্ছে বায়োল্যাব ইন্টারন্যাশনাল, হাইটেক হেলথ কেয়ার ও এক্সন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।
অভিযানে চার ট্রাকে প্রায় ১২ টন পণ্য জব্দ করা হয়। এর মধ্যে করোনাভাইরাস, এইচআইভি ও রক্তসহ বিভিন্ন পরীক্ষার রিয়েজেন্ট ছিল। অনেকগুলো মেয়াদোত্তীর্ণ ও অনেকগুলো টেম্পারিংয়ের মাধ্যমে মেয়াদ বাড়ানো হয়েছে। আবার কিছু রয়েছে অনুমোদনহীন।
এসময় বায়োল্যাব ইন্টারন্যাশনাল লিমিটেডের স্বত্ত্বাধিকারী মো. শামীম মোল্লা (৪০), ব্যবস্থাপক মো. শহীদুল আলম (৪২), প্রধান প্রকৌশলী আবদুল্লাহ আল বাকী ছাব্বির (২৪), অফিস সহকারী মো. জিয়াউর রহমান (৩৫), হিসাবরক্ষক মো. সুমন (৩৫), অফিস ক্লার্ক ও মার্কেটিং অফিসার জাহিদুল আমিন পুলক (২৭), সার্ভিস ইঞ্জিনিয়ার মো. সোহেল রানা (২৮), এক্সন টেকনোলজিস্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের এমডি মো. মাহমুদুল হাসান (৪০), হাইটেক হেলথ কেয়ার লিমিটেডের এমডি এস এম মোজফা কামালকে (৪৮) গ্রেপ্তার করা হয়।