ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সাহসী কণ্ঠ ছিলেন হেলাল হাফিজ: ড. ইউনূস ৭১’র স্বাধীনতাবিরোধী অপশক্তির চক্রান্ত প্রতিহতের আহ্বান ইউনূসের বাংলাদেশের মসজিদ-মন্দির গির্জায় কোন পাহারা বসাতে হবে না ভারত থেকে ট্রেনে লপা ৪৬৮ টন আলু আমদানি দেশকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে ড. ইউনূস জাতীয় কবি ঘোষণার গেজেট প্রকাশের অনুমোদন পেলো ভারত বাংলাদেশের জনগণকে শত্রু বানাচ্ছে: বিজন কান্তি সরকার ধর্মীয় নেতাদের নিয়ে ড. ইউনূসের বৈঠক, তাৎক্ষণিক সমাধানে প্রকৃত তথ্য জানতে হবে দায়িত্বশীল নাগরিক হিসেবে সাম্প্রদায়িক বিভেদকে প্রতিহত করতে হবে: প্রধান বিচারপতির হাসিনা সরকার আমলে ২৮ লাখ কোটি টাকা পাচার!

মানবিক সংকটে বাংলাদেশে সহযোগিতা অব্যাহত থাকবে: আইএফআরসি প্রেসিডেন্ট

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির (আইএফআরসি) প্রেসিডেন্ট কেট ফোর্বস প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন : ছবি সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

চলমান বৈশ্বিক সংকটের মধ্যেও জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীসহ বাংলাদেশে সব ধরনের মানবিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির (আইএফআরসি) প্রেসিডেন্ট কেট ফোর্বস। বৃহস্পতিবার (৬ জুন) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সফরকালে আইএফআরসির প্রেসিডেন্ট কেট ফোর্বস প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি বাংলাদেশে বসবাসরত জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীদের মানবিক সহযোগিতা প্রদানে আইএফআরসির সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সম্প্রতি দেশে ঘূর্ণিঝড় ‘রিমাল’ এ ক্ষতিগ্রস্ত খুলনার কয়রা উপজেলা পরিদর্শন করেন কেট। তিনি ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানি ও ত্রাণ বিতরণ করেন এবং ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে রেড ক্রিসেন্ট সোসাইটি অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং সাধারণ মানুষের দুর্দশা লাঘবে সব ধরনের সহযোগিতা করে থাকে।

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত ১০ লাখের বেশি রোহিঙ্গাদের একটি বড় অংশের আবাসস্থল কক্সবাজারস্থ ক্যাম্প পরিদর্শন করেন ফোর্বস। এসময় তিনি ক্যাম্পগুলোতে খাদ্য বিতরণ, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবায় নানা পদক্ষেপ প্রত্যক্ষ করেন। ফোর্বস বিডিআরসিএস এর কর্মী ও স্বেচ্ছাসেবকদের কর্মকাণ্ডের প্রশংসা করেন।

এর আগে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এম ইউ কবীর চৌধুরীর সঙ্গে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে কেট ফোর্বসকে অবগত করে ডা. কবীর চৌধুরি বলেন, বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংগঠন হিসেবে বাংলাদেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সহায়তা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের পূর্বাভাসভিত্তিক পদক্ষেপগুলো আরও সমন্বিত করার মাধ্যমে মানবিক কার্যক্রমগুলোকে উন্নত করতে এবং বিডিআরসিএস এর আর্থিক সক্ষমতা অর্জনে আইএফআরসির সহযোগিতায় আমরা কাজ করে যাচ্ছি।

বাংলাদেশ সফরকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল পরিদর্শন করেন ফোর্বস। এসময় হাসপাতালটির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে কর্তৃপক্ষকে আরও আন্তরিক হয়ে কাজ করার পরামর্শ দেন। এছাড়াও সফরকালে বাংলাদেশে কর্মরত ইউএনআরসি, ইউএনএইচসিআর, আইওএম, ইউনিসেফ, ডব্লিউএইচও এবং ডব্লিউএফপি এর প্রতিনিধিসহ বিভিন্ন রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ করেন আইএফআরসির প্রেসিডেন্ট কেট ফোর্বস।

গত রোববার (২ জুন) ছয় দিনের সফরে বাংলাদেশে আসেন কেট। বাংলাদেশ সফর শেষে আগামী শনিবার (৮ জুন) জেনেভার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। কেট তার সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্তলাল সেন ও প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মুহিববুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মানবিক সংকটে বাংলাদেশে সহযোগিতা অব্যাহত থাকবে: আইএফআরসি প্রেসিডেন্ট

আপডেট সময় : ১০:০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪

 

চলমান বৈশ্বিক সংকটের মধ্যেও জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীসহ বাংলাদেশে সব ধরনের মানবিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির (আইএফআরসি) প্রেসিডেন্ট কেট ফোর্বস। বৃহস্পতিবার (৬ জুন) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সফরকালে আইএফআরসির প্রেসিডেন্ট কেট ফোর্বস প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি বাংলাদেশে বসবাসরত জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীদের মানবিক সহযোগিতা প্রদানে আইএফআরসির সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সম্প্রতি দেশে ঘূর্ণিঝড় ‘রিমাল’ এ ক্ষতিগ্রস্ত খুলনার কয়রা উপজেলা পরিদর্শন করেন কেট। তিনি ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানি ও ত্রাণ বিতরণ করেন এবং ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে রেড ক্রিসেন্ট সোসাইটি অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং সাধারণ মানুষের দুর্দশা লাঘবে সব ধরনের সহযোগিতা করে থাকে।

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত ১০ লাখের বেশি রোহিঙ্গাদের একটি বড় অংশের আবাসস্থল কক্সবাজারস্থ ক্যাম্প পরিদর্শন করেন ফোর্বস। এসময় তিনি ক্যাম্পগুলোতে খাদ্য বিতরণ, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবায় নানা পদক্ষেপ প্রত্যক্ষ করেন। ফোর্বস বিডিআরসিএস এর কর্মী ও স্বেচ্ছাসেবকদের কর্মকাণ্ডের প্রশংসা করেন।

এর আগে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এম ইউ কবীর চৌধুরীর সঙ্গে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে কেট ফোর্বসকে অবগত করে ডা. কবীর চৌধুরি বলেন, বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংগঠন হিসেবে বাংলাদেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সহায়তা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের পূর্বাভাসভিত্তিক পদক্ষেপগুলো আরও সমন্বিত করার মাধ্যমে মানবিক কার্যক্রমগুলোকে উন্নত করতে এবং বিডিআরসিএস এর আর্থিক সক্ষমতা অর্জনে আইএফআরসির সহযোগিতায় আমরা কাজ করে যাচ্ছি।

বাংলাদেশ সফরকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল পরিদর্শন করেন ফোর্বস। এসময় হাসপাতালটির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে কর্তৃপক্ষকে আরও আন্তরিক হয়ে কাজ করার পরামর্শ দেন। এছাড়াও সফরকালে বাংলাদেশে কর্মরত ইউএনআরসি, ইউএনএইচসিআর, আইওএম, ইউনিসেফ, ডব্লিউএইচও এবং ডব্লিউএফপি এর প্রতিনিধিসহ বিভিন্ন রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ করেন আইএফআরসির প্রেসিডেন্ট কেট ফোর্বস।

গত রোববার (২ জুন) ছয় দিনের সফরে বাংলাদেশে আসেন কেট। বাংলাদেশ সফর শেষে আগামী শনিবার (৮ জুন) জেনেভার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। কেট তার সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্তলাল সেন ও প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মুহিববুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।