ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাহাড়ের চলমান পরিস্থিতি সম্পর্কে আইএসপিআর আট ব্যাংক নেবে ৯২২ সিনিয়র অফিসার সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনে চাকরি, পদ ৭৮ বন্যা কবলিত দেড় হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দিল গুড নেইবারস জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে চাকরি শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনুদান পেতে আবেদনের সময় বাড়ল, অনুদানের প্রস্তাব সর্বোচ্চ এক লাখ টাকা ব্রিটিশ কাউন্সিল স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ড, চারটি ক্যাটাগরিতে পুরস্কার, যুক্তরাজ্যে ভ্রমণের সুযোগ তাইওয়ানে পড়াশোনা: খণ্ডকালীন চাকরি ও স্কলারশিপের সুযোগ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, সঙ্গে দৈনিক ২০০ টাকা ভাতা ছদ্মবেশে ভারতে পালাতে গিয়ে আটক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু

মানবিকতার বিষয়ে পৃথিবীতে প্রথম কাতারে বাংলাদেশ: নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১ ১৮২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস রিপোর্ট

বাংলাদেশের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, পৃথিবীতে বাংলাদেশ মানবিকতার দিক থেকে এক নম্বরে অবস্থান করছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সারাবিশ্বে মানবতার জননী হিসেবে আখ্যায়িত হয়েছেন, বাংলাদেশ যখন সারা বিশ্বে মানবিকতার জন্য প্রশংসা কুড়িয়েছে, এই মানবিক বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশকে অন্ধকারের দিকে ঠেলে দেয়ার অপচেষ্টায় কিছু কিছু অমানবিক ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে।

এ প্রসঙ্গে তিনি সাম্প্রতিক কিছু ঘটনার উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এধরনের ঘটনা ১৯৭১ সালে এবং ১৯৭৫ সালের ১৫ই আগষ্টেও ঘটানো হয়েছে। কিন্তু তাদের এসব কর্মকান্ড ভুল প্রমানিত হয়েছে এই মানবিক বাংলাদেশে।

প্রতিমন্ত্রী সোমবার দিনাজপুর শহরের পাহাড়পুরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের আজীবন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার মানবিকতার পরিচয় দিচ্ছেন।

বাংলাদেশ একটি জনবহুল দেশ, এরপরও দেশরত্ন শেখ হাসিনা মায়ানমারে মানবিক বির্পর্যয়ে পড়া রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন, তাদের চিকিৎসা দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, বাসস্থানের ব্যবস্থা করেছেন।

তার এই মানবিক কর্মকান্ডে সারা বিশ্ব তাকে মানবতার জননী হিসেবে ইতিমধ্যেই আখ্যায়িত করেছেন। মানবতার নেত্রী হিসেবে আমাদের প্রধানমন্ত্রী যখন সারাবিশ্বে প্রশংসিত হয়, সেই কৃতিত্ব বাংলাদেশের ১৬ কোটি মানুষের।

রেডক্রিসেন্ট সোসাইটিকে মানবিক সংগঠন হিসেবে আখ্যায়িত করে প্রতিমন্ত্রী বলেন, কোন হিংসা ও বিদ্বেষ নয়, মানবতার কল্যানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং রেডক্রিসেন্ট সোসাইটিকে আর শক্তিশালী করতে এগিয়ে আসতে হবে। তিনি রেডক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে দিনাজপুর জেলার ৩৫ লাখ মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, রেডক্রিসেন্ট সোসাইটি অতীতে বাংলাদেশের মানুষের মানবিক কর্মকান্ডে ভুমিকা রেখেছে, এখনও রাখছে এবং অতীতেও রাখবে।

বাংলাদেশ রেডিক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিটের ভাইস চেয়ারম্যান বজলুল হক, সদস্য ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, কামরুল হুদা হেলাল প্রমুখ।

এর আগে প্রতিমন্ত্রী নিজে আজীবন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়ে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মানবিকতার বিষয়ে পৃথিবীতে প্রথম কাতারে বাংলাদেশ: নৌপরিবহন প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১১:৩১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১

ভয়েস রিপোর্ট

বাংলাদেশের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, পৃথিবীতে বাংলাদেশ মানবিকতার দিক থেকে এক নম্বরে অবস্থান করছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সারাবিশ্বে মানবতার জননী হিসেবে আখ্যায়িত হয়েছেন, বাংলাদেশ যখন সারা বিশ্বে মানবিকতার জন্য প্রশংসা কুড়িয়েছে, এই মানবিক বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশকে অন্ধকারের দিকে ঠেলে দেয়ার অপচেষ্টায় কিছু কিছু অমানবিক ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে।

এ প্রসঙ্গে তিনি সাম্প্রতিক কিছু ঘটনার উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এধরনের ঘটনা ১৯৭১ সালে এবং ১৯৭৫ সালের ১৫ই আগষ্টেও ঘটানো হয়েছে। কিন্তু তাদের এসব কর্মকান্ড ভুল প্রমানিত হয়েছে এই মানবিক বাংলাদেশে।

প্রতিমন্ত্রী সোমবার দিনাজপুর শহরের পাহাড়পুরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের আজীবন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার মানবিকতার পরিচয় দিচ্ছেন।

বাংলাদেশ একটি জনবহুল দেশ, এরপরও দেশরত্ন শেখ হাসিনা মায়ানমারে মানবিক বির্পর্যয়ে পড়া রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন, তাদের চিকিৎসা দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, বাসস্থানের ব্যবস্থা করেছেন।

তার এই মানবিক কর্মকান্ডে সারা বিশ্ব তাকে মানবতার জননী হিসেবে ইতিমধ্যেই আখ্যায়িত করেছেন। মানবতার নেত্রী হিসেবে আমাদের প্রধানমন্ত্রী যখন সারাবিশ্বে প্রশংসিত হয়, সেই কৃতিত্ব বাংলাদেশের ১৬ কোটি মানুষের।

রেডক্রিসেন্ট সোসাইটিকে মানবিক সংগঠন হিসেবে আখ্যায়িত করে প্রতিমন্ত্রী বলেন, কোন হিংসা ও বিদ্বেষ নয়, মানবতার কল্যানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং রেডক্রিসেন্ট সোসাইটিকে আর শক্তিশালী করতে এগিয়ে আসতে হবে। তিনি রেডক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে দিনাজপুর জেলার ৩৫ লাখ মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, রেডক্রিসেন্ট সোসাইটি অতীতে বাংলাদেশের মানুষের মানবিক কর্মকান্ডে ভুমিকা রেখেছে, এখনও রাখছে এবং অতীতেও রাখবে।

বাংলাদেশ রেডিক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিটের ভাইস চেয়ারম্যান বজলুল হক, সদস্য ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, কামরুল হুদা হেলাল প্রমুখ।

এর আগে প্রতিমন্ত্রী নিজে আজীবন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়ে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।