মাত্র ১৫ সেকেন্ডের ঝড়েই লণ্ডভণ্ড!

- আপডেট সময় : ০১:৪৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১ ১৭৭ বার পড়া হয়েছে
ভয়নক ঘূর্ণিঝড় ইয়াস। কয়েক দিনের সঞ্চিত শক্তি নিয়ে আছড়ে পড়ে ওড়িষ্যায়। সেখানে যখন তান্ডব অব্যাহত, তার আগে পশ্চিমবঙ্গের কাছাকাছি ঝিনাইদহে লন্ডভন্ড করে দিলো ঝড়। দু’দিন ধরেই বৃষ্টিপাত হচ্ছে, সাতক্ষীরাসহ আশপাশ এলাকায়। ঝড়ো হাওয়ার সঙ্গে জলোচ্ছ্বাস।
ইয়াস এখানে আছড়ে না পড়লেও প্রভাব পড়েছে। গত দু’দিন ধরে সাতক্ষীরা, খুলনা, যশোর, ছিনাইদহে বৃষ্টির সঙ্গে জড়ো হাওয়া বয়ে যায়। মঙ্গলবার সন্ধ্যায় আচমকা ঝড় বয়ে যায়। মাত্র ১৫ মিনিটের ঝড়েই ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখী গ্রামের শ’ ঘরবাড়ি ধ্বংসস্তুপে পরিণত। উপড়ে গিয়েছে শ’ শ’ গাছপালা।
নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান কবীর হোসেন জানান, মঙ্গলবার বিকেলে থেকেই হালকা বাতাসের সঙ্গে বৃষ্টিপাত। সন্ধ্যার পর হঠাৎকরেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। শুরু হয় ঝড়। ১৫ থেকে ২০ সেকেন্ড স্থায়ী এ ঝড়ে আড়মুখী গ্রামের কুটিপাড়া থেকে পশ্চিম পাড়া পর্যন্ত প্রায় ২ কিলোমিটার লম্বা স্থান ধ্বংসস্তুপে পরিনত হয়েছে। ঝড়ের নারী ও শিশুসহ ৩ জন আহত হয়েছে।
ক্ষতিগ্রস্থ ওই গ্রামের বাবলু শেখ বলেন, হঠাৎ করে ঝড় শুরু হলো। কিছু বুঝার আগেই ১৫ থেকে ২০ সেকেন্ডের মধ্যে গাছপালা উপড়ে গেলো। বাড়িঘরে ভেঙ্গে মাটির সঙ্গে মিশে গেছে।
ঝিনাইদহের জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, ক্ষতিগ্রস্থদের সহযোগিতার জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্থদের পুর্নবাসনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেওয়া হচ্ছে খাবার ।