মহারাষ্ট্রে বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ড. মোমেনের

- আপডেট সময় : ০১:৪৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১ ২০৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন প্রবল বর্ষণে ভারতের মহারাষ্ট্রে বন্যা ও ভূমিধসের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
ভারতের বিদেশমন্ত্রী ড. এস জায়শঙ্করকে (S. Jaishankar) পাঠানো শোক বার্তায় বিদেশমন্ত্রী মোমেন বলেছেন, বাংলাদেশ প্রয়োজন সময়ে এবং সম্ভাব্য সকল ক্ষেত্রে সহায়তা বাড়াতে কঠিন সময়ে প্রস্তুত রয়েছে।
জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান বিপর্যয়ের আলোকে দুর্যোগ পরবর্তী পরিস্থিতি পরিচালনা ও পরিচালনা করতে বাংলাদেশ ও ভারতকে একত্রে কাজ করা দরকার।

এ ক্ষেত্রে ২০২১ সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপন এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে অংশ নেওয়ার সময় বাংলাদেশ ও ভারত দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্বাক্ষরের কথা উল্লেখ করেন ড. মোমেন।
বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন নিহতদের আত্মার শান্তি, আহত ব্যক্তিদের দ্রুত পুনরুদ্ধারের পাশাপাশি শোকাহত ও ক্ষতিগ্রস্থ মানুষের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।