ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মর্ডানার টিকার অনুমোদন

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১ ১৬৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগৃহিত

করোনা সংক্রমণ প্রতিরোধে মডার্নার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের তৈরি এই টিকার অনুমোদনের আবেদনের প্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ঔষধ প্রশাসন অধিদফতর এ অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বার্তায় এ তথ্য জানানো হয়।

সংবাদ বার্তায় বলা হয়েছে, মডার্নার টিকা অনুমোদন দিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক থেকে ঔষধ প্রশাসন অধিদফতরে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ২৭ জুন টিকাটির অনুমোদন দেওয়া হয়।

এতে আরও বলা হয়েছে, মডার্নার টিকা ১৮ বছর বা এর বেশি বয়সীদের দেওয়া যায়। প্রত্যেককে এই টিকার দুই ডোজ করে দিতে হয়। টিকাটির প্রথম ডোজ নেওয়ার ৪ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেওয়া যাবে।

মাইনাস ১৫ থেকে মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এ টিকা সংরক্ষণ করতে হয়। টিকাটি ব্যবহারের আগে ২-৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩০ দিন এবং ৮-২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১২ ঘণ্টা পর্যন্ত সংরক্ষণ করা যাবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মর্ডানার টিকা করোনার বিরুদ্ধে ৯৪ দশমিক ১ শতাংশ পর্যন্ত কার্যকর। বাংলাদেশে এই টিকার স্থানীয় প্রতিনিধি এমএনসি অ্যান্ড এএইচ, স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।

বাংলাদেশের জন্য মডার্নার তৈরি ২৫ লাখ টিকা চলতি সপ্তাহে পাঠাতে শুরু করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাত দিয়ে এ কথা জানিয়েছে।

এর আগে গত ২৬ জুন এক টুইট বার্তায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার জানিয়েছিলেন, কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে শিগগিরই ২৫ লাখ ডোজ মডার্নার টিকা দেবে যুক্তরাষ্ট্র।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মর্ডানার টিকার অনুমোদন

আপডেট সময় : ০৯:১২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১

ছবি সংগৃহিত

করোনা সংক্রমণ প্রতিরোধে মডার্নার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের তৈরি এই টিকার অনুমোদনের আবেদনের প্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ঔষধ প্রশাসন অধিদফতর এ অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বার্তায় এ তথ্য জানানো হয়।

সংবাদ বার্তায় বলা হয়েছে, মডার্নার টিকা অনুমোদন দিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক থেকে ঔষধ প্রশাসন অধিদফতরে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ২৭ জুন টিকাটির অনুমোদন দেওয়া হয়।

এতে আরও বলা হয়েছে, মডার্নার টিকা ১৮ বছর বা এর বেশি বয়সীদের দেওয়া যায়। প্রত্যেককে এই টিকার দুই ডোজ করে দিতে হয়। টিকাটির প্রথম ডোজ নেওয়ার ৪ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেওয়া যাবে।

মাইনাস ১৫ থেকে মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এ টিকা সংরক্ষণ করতে হয়। টিকাটি ব্যবহারের আগে ২-৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩০ দিন এবং ৮-২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১২ ঘণ্টা পর্যন্ত সংরক্ষণ করা যাবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মর্ডানার টিকা করোনার বিরুদ্ধে ৯৪ দশমিক ১ শতাংশ পর্যন্ত কার্যকর। বাংলাদেশে এই টিকার স্থানীয় প্রতিনিধি এমএনসি অ্যান্ড এএইচ, স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।

বাংলাদেশের জন্য মডার্নার তৈরি ২৫ লাখ টিকা চলতি সপ্তাহে পাঠাতে শুরু করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাত দিয়ে এ কথা জানিয়েছে।

এর আগে গত ২৬ জুন এক টুইট বার্তায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার জানিয়েছিলেন, কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে শিগগিরই ২৫ লাখ ডোজ মডার্নার টিকা দেবে যুক্তরাষ্ট্র।