ঢাকা ০৫:১২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মবুধবার ঢাকা আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১ ২৬৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত-বার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে ১৭ মার্চ ঢাকা আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইবরাহীম মোহম্মদ সোলিহ।

সোলিহ তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন। তার পরে নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও ভারতের রাষ্ট্র ও সরকার প্রধান পৃথক সময়সূচি অনুযায়ী ঢাকা আসবেন।

বঙ্গভবনের একজন মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান, রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এদিন সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, সোলিহ বিকেল ৪টা ৩০ মিনিটে তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানেও যোগ দিবেন। বাংলাদেশের রাষ্ট্রপতিরও সেখানে যোগ দিবেন।

নির্ধারিত সফরসূচি অনুযায়ী বাংলাদেশ সফরের অংশ হিসেবে মালদ্বীপের প্রেসিডেন্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে বাংলাদেশ রাষ্ট্রপতির সঙ্গে এক সৌজন্য সাক্ষাত করবেন। এ সময় দুই রাষ্ট্র প্রধানের উপস্থিতিতে কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউএস) স্বাক্ষরের কথা রয়েছে।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ্র রাজাপক্ষে দুই দিনের সফরে ১৯ মার্চ বাংলাদেশ আসবেন। নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী দুই দিনের সফরে ২২ মার্চ ঢাকা আসবেন। সফরসূচি অনুযায়ী ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ২৪ ও ২৫ মার্চ ঢাকা সফর করবেন। পাশাপাশি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৬ মার্চ ঢাকা আসবেন এবং ২৭ মার্চ দেশে ফিরে যাবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মবুধবার ঢাকা আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

আপডেট সময় : ১০:৫৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১

ভয়েস ডিজিটাল ডেস্ক

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত-বার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে ১৭ মার্চ ঢাকা আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইবরাহীম মোহম্মদ সোলিহ।

সোলিহ তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন। তার পরে নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও ভারতের রাষ্ট্র ও সরকার প্রধান পৃথক সময়সূচি অনুযায়ী ঢাকা আসবেন।

বঙ্গভবনের একজন মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান, রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এদিন সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, সোলিহ বিকেল ৪টা ৩০ মিনিটে তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানেও যোগ দিবেন। বাংলাদেশের রাষ্ট্রপতিরও সেখানে যোগ দিবেন।

নির্ধারিত সফরসূচি অনুযায়ী বাংলাদেশ সফরের অংশ হিসেবে মালদ্বীপের প্রেসিডেন্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে বাংলাদেশ রাষ্ট্রপতির সঙ্গে এক সৌজন্য সাক্ষাত করবেন। এ সময় দুই রাষ্ট্র প্রধানের উপস্থিতিতে কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউএস) স্বাক্ষরের কথা রয়েছে।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ্র রাজাপক্ষে দুই দিনের সফরে ১৯ মার্চ বাংলাদেশ আসবেন। নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী দুই দিনের সফরে ২২ মার্চ ঢাকা আসবেন। সফরসূচি অনুযায়ী ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ২৪ ও ২৫ মার্চ ঢাকা সফর করবেন। পাশাপাশি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৬ মার্চ ঢাকা আসবেন এবং ২৭ মার্চ দেশে ফিরে যাবেন।