মগবাজারে বিস্ফোরণে নিহত ২, অর্ধশতাধিক আহত

- আপডেট সময় : ০৯:৪৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১ ১৬২ বার পড়া হয়েছে
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত রাস্তার বাস ছবি ছবি সংগ্রহ
ঢাকার মগবাজার বিস্ফোরণে কমপক্ষে দুইজনের মৃত্যু নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। আর আহতর সংখ্যা অন্তত অর্ধশতাধিক। তাদের মধ্যে কমপক্ষে ১০ জনের আশঙ্কাজনক। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে বলে ধারণা হাসপাতাল সূত্রের। আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রের খবর, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার নাগাদ ব্যাস্ততম মগবাজার ওয়ারলেস গেট এলাকার একটি ভবনে বিস্ফোরণের ঘটনা। বিস্ফোরণটি কীভাবে ঘটলো সে বিষয়ে তথ্য জানা যায়নি। বিস্ফোরণে পর ভবনে আগুন ধরে যায়। খবর পেয়ে পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ হাত লাগায়।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর মো. ফরহাদ সংবাদমাধ্যমকে জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসি বিস্ফোরণে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আর রমনা থানার ডিউটি অফিসার এসআই আবুল খায়ের জানিয়েছেন, সেখানে ট্রান্সমিটার বিস্ফোরণের কথা তারা শুনেছেন। ঘটনাস্থলে পুলিশের বেশ কয়েকটি টিম রয়েছে।
বিস্ফোরণের পর রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বিদ্যুতের লোডশেডিং দেখা দেয়। রাত ৯টা নাগাদ বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়।