সংবাদ শিরোনাম ::
ভ্যাকসিন কার্যক্রমের আওতায় চীনা নাগরিক

ভয়েস রিপোর্ট
- আপডেট সময় : ০৭:২৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১ ১৮৮ বার পড়া হয়েছে
বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিকদের করোনার ভ্যাকসিন দেওয়া কর্মসূচি শুরু হয়েছে সরকার। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শনিবার থেকেই এই কর্মসূচি শুরু হয়। শনিবার ও রবিবার টিকাদান কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হবে চীনা নাগরিকদের।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানিয়েছেন, ৪৫৬ জন চীনা নাগরিক এই ভ্যাকসিন নেবেন। সেই প্রেক্ষিতে শনিবার ও রবিবার দু’দিনে তাদের এই ভ্যাকসিন দেওয়া হবে। প্রথম দিন শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ২০২ জনকে ভ্যাকসিন দেওয়া হয়। রবিবার বাকিদের ভ্যাকসিন দেওয়া সম্পন্ন করবেন তারা।
চীনা নাগরিক যারা বাংলাদেশে অবস্থান করছেন তাদের নামসহ স্বাস্থ্য মন্ত্রক থেকে আমরা চিঠি পেয়েছি। সেই আলোকে তালিকায় থাকা ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে।