ভারী বৃষ্টিপাত উজানের ঢলে ফুঁসে ওঠছে নদ-নদীর জল

- আপডেট সময় : ০৯:২৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১ ১৯৭ বার পড়া হয়েছে
ফাইল ছবি
মৌসুমী বায়ু সচল। তার প্রভাবে ভারীবর্ষণ। সঙ্গী হয়েছে উজেনের ঢল। ভাটির মানুষের কপালে দুশ্চিন্তার ভাজ! নিজ ভিটেমাটি ছাড়ার প্রস্তুকি কি আবার নিতে হবে? উত্তর-পূর্বাঞ্চলের মেঘনা অববাহিকার নদ-নদীগুলোর জল টলমল করছে। এযেন যৌবনের নাচ। জল বাড়ার প্রবণতা থাকবে ২৪ ঘণ্টা। জানালো হাওয়া আবহাওয়া অধিদপ্তর।
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। তা ছড়িয়ে পড়বে সারাদেশে। এখনই দেশের বেশির ভাগ এলাকায়ই থেমে থেমে বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া বিজ্ঞানিরা মতে মৌসুমি বায়ু এখন বাংলাদেশের ওপর সক্রিয়। এর প্রভাবে উত্তরাঞ্চল ছাড়া সারাদেশেই বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণ-পূর্বাঞ্চল, মধ্যাঞ্চলের বৃষ্টিপাত বেশি হচ্ছে। যা আরও ছড়িয়ে পড়বে। শুক্রবারের তা সারাদেশেই ছড়িয়ে পড়বে। ফলে দেখা দিতে পারে ভারি বৃষ্টিপাত।
বুধবার দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড তেঁতুলিয়ায় ১১১ মিলিমিটার। ঢাকায় ১০, কুমিল্লায় ২৫, চাঁদপুরে ২০, বগুড়ায় ৫৫, দিনাজপুরে ১৬, সৈয়দপুরে ২৬, চুয়াডাঙ্গায় ৩৯, বরিশালে ১৩, পটুয়াখালীতে ১৭, ভোলায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।