ভারত-বাংলাদেশ সম্পর্ক উচ্চ পর্যায়ে : হর্ষ বর্ধন শ্রিংলা
- আপডেট সময় : ০৭:৫৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১ ২১৭ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
করোনাভাইরাসের মহামারি সত্ত্বেও ভারত-বাংলাদেশ সম্পর্ক উচ্চ পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। বুধবার নয়াদিল্লিতে বাংলাদেশে নরেন্দ্র মোদির সফর নিয়ে এসব কথা বলেন ভারতের বিদেশ সচিব।
এ সময় রোহিঙ্গা ইস্যুতে শ্রিংলা বলেন, মিয়ানমার ও বাংলাদেশের সঙ্গে স্থল সীমান্ত নিয়ে বিশেষত্ব আছে ভারতের। বাংলাদেশ রোহিঙ্গাদের যখন আশ্রয় দিয়েছে তখন তাদের অবদানের স্বীকৃতি দিয়েছে ভারত। বাংলাদেশকে সাহায্য সহযোগিতা দিয়েছে ভারত।
হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, বৃহস্পতিবার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান। এতে যোগ দিতে বাংলাদেশ সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময়ে তিনি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন।
শ্রিংলার মতে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রেসিডেন্ট আবদুল হামিদ এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন নরেন্দ্র মোদি।
এছাড়াও জোট নেতা, বিরোধী দলীয় নেতাদের সঙ্গে এবং মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন গ্রুপের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে প্রধানমন্ত্রী মোদির। এছাড়া বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জ সফরে যাবেন তিনি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।