সংবাদ শিরোনাম ::
ভারতে আটকে পড়েছে দু’হাজার বাংলাদেশি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৪২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১ ২৬৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
সীমান্ত বন্ধ ঘোষণায় ভারতে আটকে পড়েছেন হাজার দু’য়েক বাংলাদেশি। এদের কারো ভিসার মেয়াদ শেষ হলে তারা দূতাবাসের অনুমতি নিয়ে ফিরতে পারবেন। জানা গিয়েছে, আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে রয়েছে প্রায় ১৫শ’ রোগী এবং ৫শ’র বেশি ব্যবসায়ী। যারা মূলত ঈদের বাজারের কারণে ভারতে গিয়েছিলেন।
এ বিষয়ে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের হাই-কমিশনার তৌফিক হাসান জানিয়েছেন, মোটামুাটি দু’হাজারের মতো বাংলাদেশি ভারতে অবস্থান করছেন। এখনই সঠিকভাবে বলা সম্ভব নয়। আটকে পড়াদের মধ্যে কতজন রোগী, কতজন অন্যান্য রয়েছেন।
রবিবার, ভারতে সরকারি ছুটি। যারা ভারতে আছেন তারা দু’সপ্তাহের জন্য ফিরতে পারবেন না। যাদের ভিসার মেয়াদ শেষ। তাদেরকে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। দূতাবাসের বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশিরা ফিরতে পারবেন।