মোহাম্মদ আশিক আলী (২০) নামের বাংলাদেশী এক ছাত্রকে অনুপ্রবেশের দায়ে মুর্শিদাবাদ জেলার রাজানগর বর্ডার আউট পোস্ট, ১১৭ ব্যাটালিয়নের সৈন্যরা আটক করে। তার বাড়ি বাংলাদেশের রাজশাহীর কাটখালী থানার টনগাঁও গ্রামে। তার পিতা নাম মোহাম্মদ আলমগীর আলী। তাকে জিজ্ঞাসাবাদে সে জানায়, বাড়িতে বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করে বেড়িয়ে যায় এবং ভারতে প্রবেশ করে।
সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার জনসংযোগ আধিকারিক জানিয়েছে, ভারতীয় সীমান্ত রক্ষী জওয়ানরাও আন্তর্জাতিক সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীদের উপর কড়া নজর রাখে। বিএসএফ কর্তৃক গ্রেফতারকৃত বাংলাদেশী (ছাত্র) ভবিষ্যতের কথা মাথায় রেখে এবং কোন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত না থাকায় পতাকা বৈঠকের পর শুভেচ্ছা বার্তা হিসেবে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।