ভারতের মানচিত্র থেকে কাশ্মির-লাদাখ বাদ দিলো টুইটার?

- আপডেট সময় : ০৬:৪৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১ ২০০ বার পড়া হয়েছে
ছবি সংগৃহীত
এবার জম্মু-কাশ্মীর এবং লাদাখকে ভারতীয় ভূখণ্ডের বাইরে দেখানোর অভিযোগ উঠেছে মাইক্রোব্লগিং সাইট টুইটারের বিরুদ্ধে। এ নিয়ে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে দিল্লি। সোমবার ভারতের সংবাদমাধ্য এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, টুইটারের ‘টুইপ লাইফ’ বিভাগে ভারতের যে মানচিত্র রয়েছে, তাকে ঘিরেই নতুন করে বিতর্ক মাথাচাড়া দিয়েছে। ওই মানচিত্রে কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীর এবং লাদাখকে ভারতের বাইরে দেখানো হয়েছে বলে অভিযোগ করেছেন এক ব্যক্তি।
মুহূর্তের মধ্যে তা নিয়ে নেটমাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে নেটাগরিকদের। গোটা ঘটনায় টুইটারের বিরুদ্ধে পদক্ষেপ করতে নড়েচড়ে বসেছে কেন্দ্র। দিল্লি সূত্রে জানা গিয়েছে, অত্যন্ত কড়া পদক্ষেপ করার কথা ভাবা হচ্ছে।
নয়া ডিজিটাল আইন নিয়ে এমনিতেই বেশ কিছুদিন ধরে টুইটার কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা চলছে ভারতের কেন্দ্রীয় সরকারের। নতুন আইনে প্রকাশিত যাবতীয় লেখা, ভিডিও এবং পোস্টের উৎস সরকারকে জানানোর নির্দেশ রয়েছে।
কিন্তু টুইটারের দাবি, এই আইন সংবিধানে উল্লেখিত বাক স্বাধীনতার পরিপন্থী। তার মধ্যেই ফের দিল্লির রোষে পড়লো টুইটার। সূত্র আনন্দবাজার