পাকিস্তানকে যুদ্ধে মদত দিতে চীন ইতিমধ্যেই উন্নত মানের দ্বিতীয় রণতরী প্রস্তুত করেছে। তুরস্কর ইস্তানবুলে পাকিস্তানের জন্য যুদ্ধজাহাজ নির্মাণের কাজ শুরু হয়েছে। ২০১৯ এর অক্টোবরেই প্রতিরক্ষা ক্ষেত্রে ইমরান খান সরকারের পাশে থাকার কথা ঘোষণা করে তুরস্ক। তাদের রণতরী পেলে লাভবান হবে পাকিস্তান।
এদিকে, চীন পাকিস্তানের জন্য যে চারটি ফ্রিগেট শ্রেণির যুদ্ধজাহাজ প্রস্তুত করছে, গত আগস্টে সেগুলোর প্রথমটি তুলে দেওয়া হয়েছে। এই দুই দেশের সাহায্য পেলে কোণঠাসা অবস্থাতেও পাকিস্তান প্রতিরক্ষা ক্ষেত্রে হালে পানি পেতে পারে বলে মনে করছে ভারতের বিশেষজ্ঞ মহল। সূত্র : এবিপি আনন্দ।