সংবাদ শিরোনাম ::
ভারতের পাশে দাঁড়ানোয় বাংলাদেশকে ধন্যবাদ

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৫০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১ ১৮১ বার পড়া হয়েছে

ভয়েস ডিজিটাল ডেস্ক
করোনা পরিস্থিতি মোকাবিলায় ওষুধ ও চিকিৎসা সামগ্রী নিয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। এজন্য ধন্যবাদ জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার টুইট বার্তায় বলা হয়, বাংলাদেশ বিদেশমন্ত্রকের তরফে দেয়া
বিজ্ঞপ্তির ছবি শেয়ার করে হাইকমিশনের টুইটে লেখা হয়েছে, সংহতি প্রকাশ এবং সহযোগিতা সম্প্রসারিত করার জন্য ধন্যবাদ। আমরা আত্মবিশ্বাসী যে বাংলাদেশ ও ভারত যৌথভাবে কোভিড-১৯ জয় করতে পারবে।
বৃহস্পতিবার বাংলাদেশের বিদেশ মন্ত্রকের পাঠানো একটি সংবাদ বার্তায় বলা হয়, ভারতকে করোনাভাইরাস মোকাবিলায় জরুরি ওষুধ এবং চিকিৎসা সামগ্রী দিতে চায় বাংলাদেশ।
প্রথম দফায় ১০ হাজার ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরাল, ওরাল অ্যান্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিই কিটস এবং কয়েক হাজার জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন-সি পাঠানো হবে।