সংবাদ শিরোনাম ::
ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে আন্তর্জাতিক পর্যায়ে সেনা অনুশীলন ‘শান্তির অগ্রসেনা-২০২১’ এ অংশ নিচ্ছে

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৫২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১ ২৪৬ বার পড়া হয়েছে
ভয়েস রিপোর্ট, ঢাকা
বাংলাদেশের ‘জাতীর পিতা’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী (৫০ বছর পূর্তি) ‘উপলক্ষে শান্তির অগ্রসেনা-২০২১’ নামে আন্তর্জাতিক পর্যায়ে সেনা অনুশীলনের ব্যবস্থা করা হয়েছে। ভারতীয় সেনাসদস্য এই বিশেষ অনুশিলনে অংশ নিচ্ছেন।
ভারতীয় সেনাবাহিনীর আধিকারিক, জওয়ানসহ ডোগরা রেজিমেন্টের ৩০ জন সেনাসদস্য বিশেষ এই অনুশীলনে যোগ দেবেন। ভারত ছাড়াও ভূটান, শ্রীলংকা এবং বাংলাদেশের সেনাবাহিনীও এই অনুশীলনে যোগ দেবে।

পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, তুর্কি, সৌদি আরব, কুয়েত এবং সিঙ্গাপুর থেকেও সেনাবাহিনীর পর্যবেক্ষকরা আসবেন। আগামী ৪ থেকে ১২ এপ্রিল এই অনুশীলন অনুষ্ঠিত হবে। ঢাকায় ভারতীয় হাইকমিশন এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।