ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আরকান আর্মির হাতে আটক ২৬ জেলেকে ফেরত আনলো বিজিবি বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচারে জাতিসংঘের উদ্বেগ বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে: গুতেরেস সংস্কার ছোট হলে ডিসেম্বরে, বৃহত্তর হলে নির্বাচন জুনে, ড. ইউনূস রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: গুতেরেস কানাডায় পালানো রাষ্ট্রদূত হারুনের বিরুদ্ধে ব্যবস্থা বিশ্বে প্রথমবারের মতো লাখো লোকের ইফতারে ড. ইউনূস ও গুতেরেস ১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেবেন ইউনূস ও গুতেরেস বোনকে ফ্ল্যাট হস্তান্তরে স্বাক্ষর জাল করেন টিউলিপ : দুদক এলজিইডির নির্বাহী প্রকৌশলীর গাড়িতে মিললো ৩৭ লাখ টাকা

ব্যারিষ্টার সুমনের উদ্যোগ : হবিগঞ্জে ২ হাজার মানুষ পেলেন সুপেয় পানি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১২:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১ ২৩৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পানির সংকটে ভুগছিলেন হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার এক নম্বর ওয়ার্ডের প্রায় হাজার দু’য়েক মানুষ। মাস তিনেক ধরেই  সুপেয় পানির অভাবে ছিলেন তারা। অবশেষে তাদের সেই অভাব দূর হলো ব্যারিষ্টার সুমনের হাত ধরে। 

ভয়েস রিপোর্ট, হবিগঞ্জ

পানির অপর নাম জীবন। পানির তৃষ্ণা অন্য কিছুতেই মেটেনা। জন্ম-মৃত্যুর সঙ্গে পানির সম্পর্ক। তাই বিনা পানিতে অচল জীবন। গ্রীষ্মকালে বিশেষ করে গ্রামাঞ্চলের অনেক স্থানে নলকূপে পানি মেলে না। পানির অভাবে ফসলের মাঠ ফেটে চৌচির। সেই ভরসা কেবল বৃষ্টির পানি। আর এই গ্রীষ্মের দাবদাহে তেষ্টা মেটা চাই সুপেয় পানীয় জল।

পানির জন্য লম্বা লাইন : সংগ্রহ

পানির সংকটে ভুগছিলেন হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার এক নম্বর ওয়ার্ডের প্রায় হাজার দু’য়েক মানুষ। মাস তিনেক ধরেই সুপেয় পানির অভাবে ছিলেন তারা। চৈত্র মাস। মাথার ওপরে জ্বলন্ত সূর্য্য। নির্ভেজাল রোদে শুকিয়ে গিয়েছে খাল-বিল। তখন নলকূপে পানি ওঠবে! পানি সংকট এলাকার মানুষের গলা চেপে ধরে।

জানা গেল মানুষের এমন কষ্টের কথা জানতে পারেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি ছুটে গেলেন এলাকায়। বসালেন একটি সাব মার্সিবল টিউবওয়েল। তার হাত ধরে দূর হলো এলাকার পানির সংকট।  হাজার দুই মানুষের মুখে সুপেয় পানি তুলে দেয়া গেলো ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের উদ্যোগে।

আর বুধবার থেকেই টিউবয়েলটি চালু করে দেওয়া হয়েছে। এরপর থেকেই স্থানীয়রা পানি নিতে শুরু করেছেন।

গ্রামের গৃহবধূর পানি সংগ্রহ, ছবি ; সংগ্রহ

ব্যারিস্টার সুমন বলেন, প্রায় তিন মাস ধরে চুনারুঘাট পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাগানবাড়ি এলাকার টিউবওয়েলগুলোতে পানি তোলা যাচ্ছি না। চৈত্র মাস আসার পর এ সমস্যা আরও তীব্র হয়। এতে প্রায় হাজার দুই মানুষ পানির সংকটে পড়েন।

বিষয়টি তার নজরে এলে তিনি নিজের উদ্যোগে এলাকাবাসীর জন্য একটি সাব মার্সিবল টিউবওয়ের স্থাপন করে দেন। ১২০ ফুট নিচে গিয়ে পানির লেয়ার পাওয়া গিয়েছে। যাতে ব্যয় হয়েছে প্রায় ২৬ হাজার টাকা।

নিজের উদ্যোগে স্থাপন করা নলকূপের পাশে ব্যারিষ্টার সুমন

নলকূপটি স্থাপন করে দেওয়ার পর এনিয়ে ফেসবুক লাইভ করেছেন সুমন। এ সময় তিনি বলেন, আমার বাসায় কয়েকদিন পানি ছিল না। তখন বুঝতে পেরেছি পানির সংকট কতটা কষ্টের। সেই অনুভূতি থেকে আমি খবর পেয়ে এলাকার এ সমস্যাটি সমাধান করেছি। যে যে এলাকায় পানির সমস্যা রয়েছে, সেই এলাকার সচেতন মানুষদের প্রতি একইভাবে সমস্যা সমাধানের জন্যও অনুরোধ রয়েছে  তাঁর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্যারিষ্টার সুমনের উদ্যোগ : হবিগঞ্জে ২ হাজার মানুষ পেলেন সুপেয় পানি

আপডেট সময় : ০৯:১২:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১

পানির সংকটে ভুগছিলেন হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার এক নম্বর ওয়ার্ডের প্রায় হাজার দু’য়েক মানুষ। মাস তিনেক ধরেই  সুপেয় পানির অভাবে ছিলেন তারা। অবশেষে তাদের সেই অভাব দূর হলো ব্যারিষ্টার সুমনের হাত ধরে। 

ভয়েস রিপোর্ট, হবিগঞ্জ

পানির অপর নাম জীবন। পানির তৃষ্ণা অন্য কিছুতেই মেটেনা। জন্ম-মৃত্যুর সঙ্গে পানির সম্পর্ক। তাই বিনা পানিতে অচল জীবন। গ্রীষ্মকালে বিশেষ করে গ্রামাঞ্চলের অনেক স্থানে নলকূপে পানি মেলে না। পানির অভাবে ফসলের মাঠ ফেটে চৌচির। সেই ভরসা কেবল বৃষ্টির পানি। আর এই গ্রীষ্মের দাবদাহে তেষ্টা মেটা চাই সুপেয় পানীয় জল।

পানির জন্য লম্বা লাইন : সংগ্রহ

পানির সংকটে ভুগছিলেন হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার এক নম্বর ওয়ার্ডের প্রায় হাজার দু’য়েক মানুষ। মাস তিনেক ধরেই সুপেয় পানির অভাবে ছিলেন তারা। চৈত্র মাস। মাথার ওপরে জ্বলন্ত সূর্য্য। নির্ভেজাল রোদে শুকিয়ে গিয়েছে খাল-বিল। তখন নলকূপে পানি ওঠবে! পানি সংকট এলাকার মানুষের গলা চেপে ধরে।

জানা গেল মানুষের এমন কষ্টের কথা জানতে পারেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি ছুটে গেলেন এলাকায়। বসালেন একটি সাব মার্সিবল টিউবওয়েল। তার হাত ধরে দূর হলো এলাকার পানির সংকট।  হাজার দুই মানুষের মুখে সুপেয় পানি তুলে দেয়া গেলো ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের উদ্যোগে।

আর বুধবার থেকেই টিউবয়েলটি চালু করে দেওয়া হয়েছে। এরপর থেকেই স্থানীয়রা পানি নিতে শুরু করেছেন।

গ্রামের গৃহবধূর পানি সংগ্রহ, ছবি ; সংগ্রহ

ব্যারিস্টার সুমন বলেন, প্রায় তিন মাস ধরে চুনারুঘাট পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাগানবাড়ি এলাকার টিউবওয়েলগুলোতে পানি তোলা যাচ্ছি না। চৈত্র মাস আসার পর এ সমস্যা আরও তীব্র হয়। এতে প্রায় হাজার দুই মানুষ পানির সংকটে পড়েন।

বিষয়টি তার নজরে এলে তিনি নিজের উদ্যোগে এলাকাবাসীর জন্য একটি সাব মার্সিবল টিউবওয়ের স্থাপন করে দেন। ১২০ ফুট নিচে গিয়ে পানির লেয়ার পাওয়া গিয়েছে। যাতে ব্যয় হয়েছে প্রায় ২৬ হাজার টাকা।

নিজের উদ্যোগে স্থাপন করা নলকূপের পাশে ব্যারিষ্টার সুমন

নলকূপটি স্থাপন করে দেওয়ার পর এনিয়ে ফেসবুক লাইভ করেছেন সুমন। এ সময় তিনি বলেন, আমার বাসায় কয়েকদিন পানি ছিল না। তখন বুঝতে পেরেছি পানির সংকট কতটা কষ্টের। সেই অনুভূতি থেকে আমি খবর পেয়ে এলাকার এ সমস্যাটি সমাধান করেছি। যে যে এলাকায় পানির সমস্যা রয়েছে, সেই এলাকার সচেতন মানুষদের প্রতি একইভাবে সমস্যা সমাধানের জন্যও অনুরোধ রয়েছে  তাঁর।