ব্যারাকপুরে ফ্ল্যাটে চিকিৎসক লেখিকার রহস্যজনক মৃত্যু
- আপডেট সময় : ০৮:১৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩ ১৩৯ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
চিকিৎসক ও লেখিকা প্রজ্ঞাদীপার অস্বাভবিক মৃত্যু ঘিরে রহস্য ঘণিভূত হচ্ছে। কলকাতা সংলগ্ন ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকায় এই চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশের সন্দেহের তালিকায় রয়েছে চার বাংলাদেশি নাগরিক।
গত সপ্তাহের ঘটনা। ব্যারাকপুর ক্যান্টনমেন্ট সেনা ছাউনির অফিসার্স কোয়ার্টার্স ‘ম্যান্ডেলা হাউস’-এর ২০ নম্বর ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ৩৭বছরের চিকিৎসক ও লেখিকা প্রজ্ঞাদীপার মরদেহ। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। স্বজনেরা বলছেন, এই মৃত্যুর ঘটনা রহস্যজনক।
আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে প্রজ্ঞাদীপার ‘বন্ধু’ সেনা ডাক্তার লেফটেন্যান্ট কর্নেল কৌশিক সর্বাধিকারীকে। পরে এই মৃত্যুর ঘটনায় চার বাংলাদেশির জড়িয়ে থাকার অভিযোগ পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে ডাক্তার কৌশিক সর্বাধিকারী জানান, ঘটনার দিন সন্ধ্যায় কৌশিক তার চারজন বাংলাদেশি বন্ধুকে কলকাতা সংলগ্ন ব্যারাকপুরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাতে নিয়ে গিয়েছিলেন। বাংলাদেশি বন্ধুদের নিয়ে সেদিন রাতে প্রজ্ঞাদীপা ফ্ল্যাটে মদ্যপানের আসর বসেছিল।
পুলিশ জানায়, চারজনের পরিচয় জানিয়েছেন কৌশিক। তারা বাংলাদেশ থেকে এসে কেন্দ্রীয় মৎস্য দপ্তরের সরকারি গেস্ট হাউসে উঠেছিলেন। বাংলাদেশি চার যুবকের সঙ্গে কৌশিকের সম্পর্কের বিষয়টি এখনো তদন্তাধীন।
কৌশিকের বরাতে পুলিশ জানান, সম্প্রতি প্রজ্ঞাদীপা ব্যারাকপুর সেনা ক্যান্টনমেন্টের ইতিহাস নিয়ে বই লেখার কাজ শুরু করেছিলেন। তাতে সাহায্য করছিলেন কৌশিক নিজেও। মঙ্গল পাণ্ডে থেকে সিপাহী বিদ্রোহ, ইতিহাসের সমস্ত দলিল তাতে লিপিবদ্ধ থাকত। এ জন্য তথ্য সংগ্রহ করতে দু’জনেই একাধিক জায়গায় গিয়েছেন।