সংবাদ শিরোনাম ::
বৈদেশিক ঋণের ভারে জর্জরিত পাকিস্তান
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১ ২২৩ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
বৈদেশিক ঋণের ভারে ডুবছে পাকিস্তান। দেশটির আর্থিক ঋণ বেড়েই চলেছে। এদিকে চলতি অর্থবছরের প্রথম সাত মাসেই ৬.৭ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে দেশটি। গত অর্থবছরের একই সময়ে মোট ঋণের পরিমাণ ছিল ৬ শতাংশ বা ৩৮০ বিলিয়ন মার্কিন ডলার।
বিভিন্ন কারণে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), সৌদি আরব এবং অন্যান্য ঋণদাতা সংস্থা পাকিস্তানকে ঋণ দেওয়া বন্ধ রাখলেও চীনের অব্যাহত আর্থিক সহায়তা দেশটিকে প্রায় ১৩ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা মজুদ রাখতে সাহায্য করেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান যেমন পিআইএ ও পাকিস্তান স্টিল মিলস দেউলিয়া হয়ে গেছে।