সংবাদ শিরোনাম ::
বেইজীংয়ে লিউ-ফখরুল বৈঠক অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় চীন

ভয়েস ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০৮:৫৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে
চীনের কমিউনিস্ট পাটির আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি দল এখন বেইজিং সফরে রয়েছেন। মঙ্গলবার বেইজিংয়ে প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে চীনের তরফে বলা হয়, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে চীন।
বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় চীন। চীনের বেইজিংয়ে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ কথা জানান দেশটির কমিউনিস্ট পার্টি-সিপিসি’র আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও।
চীন সফরের দ্বিতীয় দিনে এই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বৈঠকে অংশ নেন দলটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
এসময় বাণিজ্য অসমতা দূর করতে আধুনিক প্রযুক্তি, কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়ে সহায়তা প্রদানের আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।