সংবাদ শিরোনাম ::
বেইজিংয়ের উপহার ৬ লাখ ডোজ টিকা পাচ্ছে ঢাকা

ভয়েস রিপোর্ট
- আপডেট সময় : ০৯:০০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১ ১৭১ বার পড়া হয়েছে
চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই এবং বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ছবি সংহিত
বেইজিংয়ের উপহার হিসেবে আরও ৬ লাখ ডোজ টিকা পাচ্ছে ঢাকা। শুক্রবার সন্ধ্যায় বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফোনালাপে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই এ খবর জানিয়েছেন। পরে বিজ্ঞপ্তি দিয়ে চীনা দূতাবাস বাংলাদেশকে উপহার হিসাবে আরও ছয় লাখ ডোজ টিকা দেবার কথা এতথ্য নিশ্চিত করে।
জানানো হয়, বাংলাদেশের অতিমারি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে চীন। বাংলাদেশের টিকার প্রয়োজন রয়েছে এটি অনুধাবন করে দেশটি। চীন এ-ও মনে করে টিকার দ্বিতীয় ব্যাচ হস্তান্তর করা হলে অতিমারি মোকাবিলায় বাংলাদেশের উপকার হবে।
ভবিষ্যতে অতিমারি মোকাবিলার জন্য বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোকে প্রয়োজনীয় সহায়তা দিতে চীন প্রস্তুত।
এর আগে ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়।