বৃহত্তর স্বার্থে সবাই ঘরে থাকুন : কাদের
- আপডেট সময় : ০৪:৫৭:০২ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১ ১৬৬ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
বিশেষজ্ঞদের পরামর্শের করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এর ধারাবাহিকতায় সরকার লকডাউন ঘোষণা করে।
এই অবস্থায় লকডাউনে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার এক সংবাদ সম্মেলনে এ অহ্বান জানিয়ে কাদের বলেন, ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনে জরুরি সেবা ছাড়া সবাইকে বৃহত্তর স্বার্থে ঘরে থাকার অনুরোধ করছি। ৫ এপ্রিল থেকে ঘোষিত লকডাউন চলবে ১৩ এপ্রিল।
কাদের বলেন, সোমবার এবং পরশু মঙ্গলবার যথারীতি শুধুমাত্র দেশের সিটি করপোরেশন এলাকায় শর্তসাপেক্ষে সমন্বিত ভাড়ার অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলবে এবং দুরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ থাকবে।
এই সংকটকালে দেশের মানুষকে ধৈর্য ধারণের আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, স্বাস্থ্যবিধির প্রতি সামান্য অবহেলা আমাদের চিরচেনা জীবন থেকে ছিটকে দিতে পারে।
জীবনের পাশাপাশি জীবিকার চাকা সচল রাখতে আমাদের আস্থার ঠিকানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখুন, ভরসা রাখুন স্রস্টার প্রতি।
সকলের প্রচেষ্টা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিশ্চয়ই এ মহামারি থেকে উত্তরণ ঘটিয়ে আবারও ফিরবে পৃথিবী নিজ রূপে।