বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল ম্যালেরিয়ার টিকা

- আপডেট সময় : ০৯:৪০:০০ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩ ১৮৫ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
অনেকটা লম্বা পথ অতিক্রম করে তারপর অনুমোদন লাভ করলো ম্যালেরিয়ার টিকা। আফ্রিকায় এই টিকার পরীক্ষায় সাফল্যতার হার ৩০ শতাংশ। এরপরও টিকা অনুমোদন করা হলো। এই টিকার চারটি ডোজ নিতে হবে। এই টিকা আফ্রিকায় হাজারো শিশুর প্রাণ বাঁচাবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমনটিই আশা।
ভ্যাকসিনটির নাম মসকুরিক্স। গ্ল্যাক্সো স্মিথক্লাইন (জিএসকে) ১৯৮৭ সালে এই ভ্যাকসিন তৈরি করে। তারপরও বহু বছর ধরে পরীক্ষার পর তা অনুমোদনের খাতায় নাম লেখালো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দুই বিশেষজ্ঞের কমিটি টিকাকে ছাড়পত্র দিয়েছে। সংস্থার প্রধান জানিয়েছেন, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত।
ম্যালেরিয়ার নতুন এই টিকা ব্যবহারের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এই । অক্সফোর্ড ইউনিভার্সিটি এই টিকাটি উদ্ভাবন করেছে। এটি রোগটির বিরুদ্ধে সংস্থাটির অনুমোদিত দ্বিতীয় টিকা।
ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে শিশু ও নবজাতকের মৃত্যু হয়। মশাবাহিত এই রোগটিকে জনস্বাস্থ্যের অন্যতম শত্রু হিসেবে মনে করা হয়। একটি জটিল পরজীবী দ্বারা এই রোগ সৃষ্টি হয় এবং রক্ত চোষা মশার কামড়ে এটি ছড়ায়। সাধারণ ভাইরাসের তুলনায় এটি মানবদেহে অভ্যন্তরে ক্রমাগত আকার পরিবর্তন করে প্রতিরোধ ব্যবস্থা থেকে লুকিয়ে থাকতে পারে।
ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আডানম গেব্রিয়াসিস বলেছেন, আজকের মুহূর্তটি খুব আনন্দের। আমি স্বপ্ন দেখতাম আমরা ম্যালেরিয়ার বিরুদ্ধে একটি নিরাপদ ও কার্যকর টিকা আমাদের হাতে থাকবে। এখন আমাদের দুটি টিকা রয়েছে।