সংবাদ শিরোনাম ::
বিশ্ব পরিবেশ দিবসে অঙ্কন গুচ্ছাইত-এর কবিতা

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:০৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১ ৩৪২ বার পড়া হয়েছে
‘ডেকে ডেকে বলা’
দেখছো তোমরা – দাঁড়িয়ে গাছ
কাঁদছে কেমন গুমরে আজ ।
পাশে-তে তাঁর সাঙ্গ পাঙ্গ
কেটে করেছো প্রীতির ভঙ্গ ।
অক্সিজেনের নেই হই-হুল্লোড়
প্রকৃতির ভারসাম্যে অগড়বগড় ।
বরফের পাহাড় ভেঙ্গে সমুদ্রে পড়ে
ভূমিকম্পে ঘর-দোর নড়ে-চড়ে ।
ভূগর্ভে জল নেই পর্যাপ্ত
গ্রীষ্মের রোদে প্রাণিকূল মর্মার্থ ।
ধোঁয়ায় ঘিরা পৃথিবী চারুধার
অঙ্কুরিত চারা দ্যাখে সৎকার ।
ইটের ইমারতে থাকবে এঃ সিঃ-তে
কাল তোমারও শিশু জন্মাবে ঘরেতে ।
সেই শিশু চাইবে শুতে রোদে
পৃথিবী গেলে থেমে চালানো কি সিধে !
আমি গাছ তোমাকে বলছি শোনও
আমাকে প্রিয় বলে তোমরা মানও ।
ছোট্ট গর্তে একটি চারা দাও পুঁতে
তুমি আর আমি বাঁচবো সাথে ।

