ঢাকা ০১:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বিশৃঙ্খল শুটিঙের অভিযোগ এনে সিনেমা বাদ দিলেন তৃষ্ণা!

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১ ২৪১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একটি হোটেলে বুধবার জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘কথা দিলাম’ চলচ্চিত্রের শুভ মহরত অনুষ্ঠিত হয়েছিল। তারপর  পরে চারদিন শুটিংও করেন  তিনি। এরপর নায়িকা ও পরিচালককে বাদ দেয়া হয়েছে। তবে নায়িকা দাবি করছেন বিশৃঙ্খলভাবে শুটিঙের কারণে তিনি সিনেমাটি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন।

কথা দিলাম নামের চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন জামশেদ শামীম ও এস কে তৃষ্ণা। জসিম উদ্দীন আকাশের কাহিনি অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করছিলেন ইভান মল্লিক। কিন্তু প্রযোজককে দেয়া কথা রাখতে পারেননি তাই নায়িকা তৃষ্ণা ও পরিচালক ইভান মল্লিককে সিনেমা থেকে বাদ দেয়া হয়েছে। কেন এই বিষয়ে সুপষ্ট কারণ জানাননি প্রযোজক জসিম উদ্দিন।

বাদ দেয়া  প্রসঙ্গে বলেন,  অনেক কারণ রয়েছে। তাকে নিয়ে কাজ করলে  এই  সিনেমা থেকে দর্শক কিছু শিখতে পারবে না।  ইভান মল্লিক নিজেই তার অক্ষমতা জন্য  লিখিত দিয়ে সিনেমা থেকে সরে গেছেন ।  আমার সঙ্গে কাজ করতে পারবে না এটুকুই। এখন যারা কাজ করছে তারা যেন সুন্দর ভাবে কাজটি শেষ করে এটুকু চাওয়া।  এই সিনেমার জন্য যত টাকা লাগে তিনি খরচ করবেন।

নায়িকা তৃষ্ণাকে বাদ দেওয়া প্রসঙ্গে জসিম উদ্দিন বলেন, ‘তার আচার-আচরণ  আমার ভালো লাগেনি। কথাবার্তা ভালো নয়।  তবে তার জন্য আমার শুভ কামনা থাকবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশৃঙ্খল শুটিঙের অভিযোগ এনে সিনেমা বাদ দিলেন তৃষ্ণা!

আপডেট সময় : ০৬:৫৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১

একটি হোটেলে বুধবার জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘কথা দিলাম’ চলচ্চিত্রের শুভ মহরত অনুষ্ঠিত হয়েছিল। তারপর  পরে চারদিন শুটিংও করেন  তিনি। এরপর নায়িকা ও পরিচালককে বাদ দেয়া হয়েছে। তবে নায়িকা দাবি করছেন বিশৃঙ্খলভাবে শুটিঙের কারণে তিনি সিনেমাটি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন।

কথা দিলাম নামের চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন জামশেদ শামীম ও এস কে তৃষ্ণা। জসিম উদ্দীন আকাশের কাহিনি অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করছিলেন ইভান মল্লিক। কিন্তু প্রযোজককে দেয়া কথা রাখতে পারেননি তাই নায়িকা তৃষ্ণা ও পরিচালক ইভান মল্লিককে সিনেমা থেকে বাদ দেয়া হয়েছে। কেন এই বিষয়ে সুপষ্ট কারণ জানাননি প্রযোজক জসিম উদ্দিন।

বাদ দেয়া  প্রসঙ্গে বলেন,  অনেক কারণ রয়েছে। তাকে নিয়ে কাজ করলে  এই  সিনেমা থেকে দর্শক কিছু শিখতে পারবে না।  ইভান মল্লিক নিজেই তার অক্ষমতা জন্য  লিখিত দিয়ে সিনেমা থেকে সরে গেছেন ।  আমার সঙ্গে কাজ করতে পারবে না এটুকুই। এখন যারা কাজ করছে তারা যেন সুন্দর ভাবে কাজটি শেষ করে এটুকু চাওয়া।  এই সিনেমার জন্য যত টাকা লাগে তিনি খরচ করবেন।

নায়িকা তৃষ্ণাকে বাদ দেওয়া প্রসঙ্গে জসিম উদ্দিন বলেন, ‘তার আচার-আচরণ  আমার ভালো লাগেনি। কথাবার্তা ভালো নয়।  তবে তার জন্য আমার শুভ কামনা থাকবে।’