বিমান বাহিনী প্রধানের তুরস্ক সফর শেষে দেশে প্রত্যাবর্তন
- আপডেট সময় : ০৪:০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১ ১২৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি তুরস্ক সফর শেষে রবিবার রাতে দেশে ফিরেছেন। সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্ক এর সমাধি (Anitkabir) পরিদর্শন করেন এবং সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
তুরস্ক অবস্থানকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান Commander of Turkish Air Force General Hasan Küçükakyüz ছাড়াও Turkish General Staff (TGS) Commander General Yaşar Güler, Turkish Army Force Commander General Ümit DÜNDAR Ges Commander of Turkish Navy Force Admiral Adnan Özbal এর সাথে সৌজন্য সাক্ষাত এবং পারস্পারিক দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করেন।
এছাড়াও, তিনি Air Combat Force Commander Ges Commander of Air Force Academy সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সাথে পেশাগত বিষয়ে আলোচনা করেন। সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান সেদেশের বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি, বিমান বাহিনী একাডেমি, সামরিক জাদুঘর, এভিয়েশন মিউজিয়াম সহ সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সৌহাদ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় ও পেশাগত খাতে পারষ্পরিক সহযোগিতার পরিধি সম্প্র্রসারিত হবে। এছাড়াও, তুরস্ক বিমান বাহিনী ও তুরস্কের শীর্ষ পর্যায়ের সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সাথে বাংলাদেশ ও তুরস্ক বিমান বাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত
বিষয়ে ফলপ্রসু মত বিনিময় করার সুযোগ হবে বলে আশা করা যায়। উক্ত সফর হতে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ বিমান বাহিনীতে ভবিষ্যতে তাত্ত্বিক ও প্রাতিষ্ঠানিক জ্ঞানের পরিধি বিস্তারের বিশেষ সুযোগ সৃষ্টি হবে।
উল্লেখ্য যে, বিমান বাহিনীর প্রধান এর এই ফিরতি ফ্লাইটে তুরস্কে ‘TIGER MLRS’ প্রশিক্ষণে অংশগ্রহণকারী বাংলাদেশ সেনাবাহিনীর ৪১ জন সদস্যকে বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান Commander, Turkish Air Force এর আমন্ত্রণে ১৮ এপ্রিল তুরস্ক সফরে যান। আইসএসপিআর এ সংবাদ বার্তায় এসব তথ্য জানায়।