বিমসটেক সম্মেলনে ইউনূস মোদি বৈঠক হতে পারে
- আপডেট সময় : ০৫:৫০:০৪ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫ ১৬২ বার পড়া হয়েছে
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ২৫তম বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল এন্ড ইকোনমিক কোঅপারেশন (বিম্সটেক) দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় কয়েকটি দেশকে নিয়ে গঠিত একটি আঞ্চলিক জোট।
বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান বাংলাদেশ। সুতরাং, সদস্য রাষ্ট্রগুলোর প্রধানরা ড. ইউনূসের সঙ্গে দেখা করবেন এবং বিমসটেকের ভবিষ্যত কর্মসূচি নিয়ে আলোচনা করবেন।
তাই, আমরা আশা করতে পারি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক হবে।
বুধবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান।
সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে ইউনূস।
প্রথমদিন তিনি ইয়ুথ কনফারেন্সে যোগ দেবেন। পরদিন সম্মেলনে বক্তব্য রাখবেন। সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন। সম্মেলনে তিনটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে।




















