বিমসটেক দেশগুলোর মধ্যে কানেক্টিভিটি বাড়ানোর তাগিদ দিলেন ড. মোমেন
- আপডেট সময় : ১০:২৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১ ২১০ বার পড়া হয়েছে
ভয়েস রিপোর্ট, ঢাকা
বে-ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) সদস্য দেশগুলোতে পরস্পরের মধ্যে যোগাযোগ (কানেক্টিভিটি) বাড়ানোর ওপর জোর দিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিমসটেক বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে বিষয়ে এই বার্তা দিলেন ড. মোমেন।
একই সঙ্গে সদস্য দেশগুলোর মধ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায়ও একযোগে কাজ করার ডাক দেন বিদেশমন্ত্রী। বৃহস্পতিবার কলম্বোর উদ্যোগে বিমসটেক বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকটি ভার্চ্যূয়ালি অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী দীনেশ গুনাওয়ারদেনা। অংশ নেন বিমসটেক মহাসচিব তেনজিন লেখফেল, বাংলাদেশের বিদেশ সচিব মাসুদ বিন মোমেন।
বৈঠকে বিদেশমন্ত্রী ড. মোমেন বিমসটেক সদস্য দেশগুলোর মধ্যে পরিবহন কানেক্টিভিটি বাড়ানোর ওপর জোর দেন। এ লক্ষ্যে সদস্য দেশগুলোর মধ্যে ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট ও মোটর ভ্যাহিকেল এগ্রিমেন্টের বিষয়েও গুরুত্বারোপ করেন। তিনি আরও জানান, বিমসটেক নৌ-জাহাজ চলাচল চুক্তি প্রায় চূড়ান্ত হয়েছে।
বৈঠকে বিমসটেক সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের এই কূটনীতিক। একই সঙ্গে করোনা পরবর্তী পরিস্থিতিতে সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন ড. মোমেন।