ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বিধ্বংসী ইয়াসের আঘাত ‘কাঁদছে ওড়িষ্যা’

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১ ২৩৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সকাল সোয়া ৯টা। বিধ্বংসী ইয়াস আঘাত হানে ওড়িষ্যায়। রীতিমত তান্ডব চালাচ্ছে ইয়াস। চলবে প্রায় ঘন্টা তিনেক। ঘণ্টায় ১৫৫ কিমি বেগে ঘূর্ণিঝড় ইয়াস ওড়িশার বালেশ্বর এবং ধামড়া পোর্টের মাঝে আছড়ে পড়ে বিধ্বংসী রূপ নিয়ে। উত্তাল সমুদ্র। চেনা যাচ্ছে না রাস্তাঘাট। সমুদ্র এবং রাস্তা প্রায় একাকার।

মেদিনীপুরের বেশ কিছু গ্রামে জল ঢুকে গেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার অবাস তো আগে থেকেই ছিলো।

দীঘা শহরের জমি কিছুটা উঁচু। কিন্তু সমুদ্রের ঢেউ বারবার আছড়ে পড়ছে দীঘা শহরের ওপর। নারকেল গাছের মাথা ছুঁয়ে সমুদ্রের ঢেউ ঢুকছে দীঘার শহরের মধ্যে। দীঘা ছাড়াও মন্দারমণি, শঙ্করপুর, গোসাবার অবস্থাও ভয়ঙ্কর।

মৌসম ভবন  বুধবার সকাল ৯টা ১৫ মিনিটের আবহাওয়া বুলেটিনে জানিয়েছে, ওড়িশার বালেশ্বরের দক্ষিণে ইয়াস-এর স্থলভাগে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার, সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার।

বুধবার দুপুরের মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে ইয়াস ওড়িশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মধ্যে ওড়িশার বালেশ্বরের দক্ষিণ ও ধামরার উত্তর দিক দিয়ে স্থলভাগ অতিক্রমের পূর্বাভাস। তার পর ঘূর্ণিঝড় চলে যাবে ঝাড়খণ্ডের দিকে।

এদিকে ইয়াস সতর্কতায় বুধবার সকাল থেকেই কলকাতার ৯টি উড়ালপুল বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গভীর নিম্নচাপের প্রভাবে ওড়িশার বালেশ্বর, ভদ্রক, কেন্দ্রাপাড়া, জগৎসিংহপুরের মতো উপকূলবর্তী বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিবঙ্গের বিভিন্ন জেলাতেও।

দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টির পূর্ভাভাস আবহাওয়া অফিসের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিধ্বংসী ইয়াসের আঘাত ‘কাঁদছে ওড়িষ্যা’

আপডেট সময় : ১১:১৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১

সকাল সোয়া ৯টা। বিধ্বংসী ইয়াস আঘাত হানে ওড়িষ্যায়। রীতিমত তান্ডব চালাচ্ছে ইয়াস। চলবে প্রায় ঘন্টা তিনেক। ঘণ্টায় ১৫৫ কিমি বেগে ঘূর্ণিঝড় ইয়াস ওড়িশার বালেশ্বর এবং ধামড়া পোর্টের মাঝে আছড়ে পড়ে বিধ্বংসী রূপ নিয়ে। উত্তাল সমুদ্র। চেনা যাচ্ছে না রাস্তাঘাট। সমুদ্র এবং রাস্তা প্রায় একাকার।

মেদিনীপুরের বেশ কিছু গ্রামে জল ঢুকে গেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার অবাস তো আগে থেকেই ছিলো।

দীঘা শহরের জমি কিছুটা উঁচু। কিন্তু সমুদ্রের ঢেউ বারবার আছড়ে পড়ছে দীঘা শহরের ওপর। নারকেল গাছের মাথা ছুঁয়ে সমুদ্রের ঢেউ ঢুকছে দীঘার শহরের মধ্যে। দীঘা ছাড়াও মন্দারমণি, শঙ্করপুর, গোসাবার অবস্থাও ভয়ঙ্কর।

মৌসম ভবন  বুধবার সকাল ৯টা ১৫ মিনিটের আবহাওয়া বুলেটিনে জানিয়েছে, ওড়িশার বালেশ্বরের দক্ষিণে ইয়াস-এর স্থলভাগে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার, সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার।

বুধবার দুপুরের মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে ইয়াস ওড়িশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মধ্যে ওড়িশার বালেশ্বরের দক্ষিণ ও ধামরার উত্তর দিক দিয়ে স্থলভাগ অতিক্রমের পূর্বাভাস। তার পর ঘূর্ণিঝড় চলে যাবে ঝাড়খণ্ডের দিকে।

এদিকে ইয়াস সতর্কতায় বুধবার সকাল থেকেই কলকাতার ৯টি উড়ালপুল বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গভীর নিম্নচাপের প্রভাবে ওড়িশার বালেশ্বর, ভদ্রক, কেন্দ্রাপাড়া, জগৎসিংহপুরের মতো উপকূলবর্তী বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিবঙ্গের বিভিন্ন জেলাতেও।

দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টির পূর্ভাভাস আবহাওয়া অফিসের।