সংবাদ শিরোনাম ::
বিধানসভা ভোটে ষড়যন্ত্রের অভিযোগ, Jitin Prasad-এর বিরুদ্ধে সরব প্রদেশ Congress

ভয়েস ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০৪:৩০:১০ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১ ১৯৫ বার পড়া হয়েছে
স্টার প্রচারকদের তালিকা দিলেও শীর্ষ নেতাদের ভোট প্রচারে আনেননি জিতিন, অভিযোগ।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জিতিন প্রসাদ বুধবার বিজেপিতে যোগ দিতেই সরব প্রদেশ কংগ্রেস। একুশের বিধানসভা ভোটে প্রদেশ কংগ্রেসের ইনচার্জ থাকার সময় ষড়যন্ত্র করেছেন জিতিন প্রসাদ। ষড়যন্ত্র করেই বিধানসভা ভোটের প্রচারে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বকে আনেননি তিনি। এমনটাই অভিযোগ এ রাজ্যের কংগ্রেস নেতাদের একাংশের।
জিতিন প্রসাদ বিজেপিতে যোগ দিতেই সরব হয়েছেন কংগ্রেস নেতা রোহন মিত্র, দলের মুখপাত্র কামরুদ্দিন চৌধুরী ও অশোক ভট্টাচার্য। তাঁদের দাবি, বিধানসভা ভোটে প্রচারের জন্য স্টার প্রচারকদের তালিকা জিতিন প্রসাদের হাতে তুলে দিয়েছিলেন তাঁরা। কিন্তু অভিযোগ, কোনও শীর্ষ নেতাদের এরাজ্যে ভোটের প্রচারে আনেননি তিনি। বিজেপির চর হয়ে এরাজ্যে কাজ করেছেন তিনি। টাকাপয়সা নয়ছয় করেছেন।