বিদেশ সফরে গিয়েই হুঁশিয়ারি কমলা হ্যারিস’র

- আপডেট সময় : ০৬:০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১ ১৭৬ বার পড়া হয়েছে
দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রথমবারের মতো গুয়েতেমালায় গিয়েছেন সফর করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আর সেখানেই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করলেন।
তিনি বলেন, অবৈধ পথে আসবেন না। কেউই আসবেন না। কেউ অবৈধ পথে প্রবেশ করলে যুক্তরাষ্ট্র আইন প্রয়োগ অব্যাহত রাখার পাশাপাশি সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা হবে।
সোমবার গুয়েতেমালার প্রেসিডেন্ট আলেজান্দ্রো গিয়াম্মাত্তেই-এর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর সিএনএন’র।
তিনি আরও বলেন, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা বিপজ্জনক এবং এর মাধ্যমে মূলত পাচারকারীরাই লাভবান হয়ে থাকে।
এদিকে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসীদের ঢল নিয়ন্ত্রণ করতে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে দায়িত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর এ দায়িত্ব পালনেই মূলত প্রথমবারের মতো গুয়েতামালা সফরে যান কমলা।