বিজ্ঞানের যুগেও কুসংস্কার ব্যাধি : করোনা আক্রান্ত ব্যক্তির সস্ত্রীক আমবাগানে আশ্রয়, উদ্ধার করলো পুলিশ

- আপডেট সময় : ০৮:২৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১ ১৯৮ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
অবশেষে কুসংস্কারের তকমা মারিয়ে আমবাগান থেকে করোনা আক্রান্ত স্বামী-স্ত্রীকে উদ্ধার করলো পুলিশ। তাদের বাড়িতেই কোয়ারিন্টিনের ব্যবস্থা করা হয়েছে।
বিজ্ঞানের যুগে এসেও কতিপয় মানুষ এখনও কু-সংস্কারের অন্ধত্বে ডুবে আছে! বিবেক মানবিকতা, জ্ঞান সব যেন লোভ পেতে বসেছে। এই অন্ধত্ব মানুষকে নিয়ে যাচ্ছে আদি যুগে! গোটা বিশ্বে যখন বিজ্ঞান আলো ছড়াচ্ছে, ঠিক সেই সময়ে এমনি অন্ধত্ব?
বিশ্বজুড়েই করোনা অতিমারি চলছে। লাখো মানুষের মৃত্যু হয়েছে মহামারিতে। কোন তন্ত্রমন্ত্র-জল পড়ায় রক্ষা করতে পারেনি। বিজ্ঞানের পথ ধরে জীবাণু প্রতিরোধে জীবনদায়ী টিকা আবিষ্কার করেছেন বিজ্ঞানিরা। তা প্রযোগেই সুস্থ হয়ে ওঠছে মানুষ।

অথচ এই বিজ্ঞানের যুগে করোনা আক্রান্ত বলে সোহরাফ আলী ও তার স্ত্রী মিম আক্তারকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। ঝড়বাদলার দিনে তাদের আশ্রয় নিতে হয়েছে আমবাগানের একটি ভাঙ্গা চালার তলায়। এরই নাম মানবিকতা?
পুলিশ জানালো সর্দিজ্বরে ভুগছিলেন মটরমেকানিক সোহরাফ। মঙ্গলবার স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পরীক্ষায় করোনা পজিটিভ আসে। ঘটনা বাংলাদেশের রাজশাহীতে। স্থানীয় দুর্গাপুর আলীপুর গ্রামের ছাতনী পাড়ায় মোমিন নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকেন সোহরাফ।
করোনার পজিটিভ শোনার পর তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর নিজ বাড়িতেও মেলেনি আশ্রয়। তাই স্ত্রীকে নিয়ে আমবাগানে আশ্রয় নেন।
বৃহস্পতিবার অপরাহ্নে ৯৯৯ নম্বরে কল পেয়ে থানার ওসি তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে তাদের উদ্ধার করে স্বামী-স্ত্রীকে নিজ বাড়িতেই কোয়ারিন্টিনের ব্যবস্থা নিশ্চিত করেন। প্রশাসনের তরফে ত্রাণ হিসেবে দুই সপ্তাহের খাদ্য সামগ্রীও দেওয়া হয়েছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, করোনা পজিটিভ সোহারাফকে বাড়ির মালিক বের করে দেওয়ার পর তার বাবা মাও নিজ বাড়িতে জায়গা দিচ্ছিল না। তারা নিরুপায় হয়ে বাড়ির পাশে একটি আমবাগানের নিয়ে আশ্রয় নিয়ে ছিল। ঘটনাটা খুবই অমানিক ছিল। তাদের উদ্ধার করে নিজ বাড়িতে আলাদা ঘরে কোয়ারিন্টিনের ব্যবস্থা করেন তারা।