ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিজিবির আর্থিক সহায়তা পেলো জুলাই আন্দোলনে আহত ওসমান

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৮:২৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এই মন্ত্র ধারন করে দীপ্ত পদক্ষেপে এগিয়ে যাচ্ছে সীমান্ত রক্ষা বাহিনী তথা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যে কোন দুর্যোগে ঝাপিয়ে পড়া এই বাহিনী সামাজিক কর্মকান্ডেও দু’বাহু বাড়িয়ে দেবার গল্প নতুন নয়।

বৈষম্যবিরোধী আন্দোলনে রাঙামাটির আহত শিক্ষার্থী মোঃ ওসমান হারুনকে চিকিৎসা ও পড়াশোনা সম্পন্ন করতে নগদ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেছে বিজিবি।

শনিবার (১১ জানুয়ারি) সদর দপ্তরের সংবাদ বার্তায় জানানো হয়, রাঙামাটির বিজিবি রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ হাসান, পিএসসি এই অনুদান ওসমানের হাতে তুলে দেন। ওসমান গত ৪ আগস্ট ঢাকার উত্তরা এলাকায় গুলিবিদ্ধ হলে তার গু বাম হাতের সোল্ডার ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে সে অসুস্থ অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।

ওসমান পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদু উপজেলাধীন সোনারগাঁও গ্রামের মোঃ মানিক এর ছেলে। ঢাকার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৯ম শ্রেনীর ছাত্র ওসমান হারুন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি এক নতুন বাংলাদেশের ঠিকানা পেয়েছে। সেই অভিষ্ট বাংলাদেশ বিনির্মাণে বিজিবিও ঐক্যবদ্ধভাবে কাজ করে চলেছে। সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিকতা কর্মকান্ডের অংশ হিসাবে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার পাশে থেকে সর্বদাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

এরই মধ্যে বিজিবির উদ্যোগে জুলাই আন্দোলনে আহত অনেককেই বিজিবি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং আর্থিক অনুদান, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এছাড়া সারাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক আন্দোলনে আহত ১০০ ছাত্র-জনতাকে আর্থিক অনুদান, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের মানবিক কর্মসূচি হাতে নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিজিবির আর্থিক সহায়তা পেলো জুলাই আন্দোলনে আহত ওসমান

আপডেট সময় : ০৮:২৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

 

শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এই মন্ত্র ধারন করে দীপ্ত পদক্ষেপে এগিয়ে যাচ্ছে সীমান্ত রক্ষা বাহিনী তথা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যে কোন দুর্যোগে ঝাপিয়ে পড়া এই বাহিনী সামাজিক কর্মকান্ডেও দু’বাহু বাড়িয়ে দেবার গল্প নতুন নয়।

বৈষম্যবিরোধী আন্দোলনে রাঙামাটির আহত শিক্ষার্থী মোঃ ওসমান হারুনকে চিকিৎসা ও পড়াশোনা সম্পন্ন করতে নগদ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেছে বিজিবি।

শনিবার (১১ জানুয়ারি) সদর দপ্তরের সংবাদ বার্তায় জানানো হয়, রাঙামাটির বিজিবি রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ হাসান, পিএসসি এই অনুদান ওসমানের হাতে তুলে দেন। ওসমান গত ৪ আগস্ট ঢাকার উত্তরা এলাকায় গুলিবিদ্ধ হলে তার গু বাম হাতের সোল্ডার ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে সে অসুস্থ অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।

ওসমান পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদু উপজেলাধীন সোনারগাঁও গ্রামের মোঃ মানিক এর ছেলে। ঢাকার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৯ম শ্রেনীর ছাত্র ওসমান হারুন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি এক নতুন বাংলাদেশের ঠিকানা পেয়েছে। সেই অভিষ্ট বাংলাদেশ বিনির্মাণে বিজিবিও ঐক্যবদ্ধভাবে কাজ করে চলেছে। সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিকতা কর্মকান্ডের অংশ হিসাবে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার পাশে থেকে সর্বদাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

এরই মধ্যে বিজিবির উদ্যোগে জুলাই আন্দোলনে আহত অনেককেই বিজিবি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং আর্থিক অনুদান, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এছাড়া সারাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক আন্দোলনে আহত ১০০ ছাত্র-জনতাকে আর্থিক অনুদান, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের মানবিক কর্মসূচি হাতে নিয়েছে।