ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিএসএফ বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্তে ঢুকে কৃষকদের মারধর!

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ৮১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

বাংলাদেশের কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতারী সীমান্তে প্রবেশ করে ৫ কৃষককে পিটিয়ে আহত কওে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। শুক্রবার উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী আন্তর্জাতিক সীমান্ত পিলার নং- ৯৩০/৮এস এর কাছে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে লাঠিচার্জ করে বিএসএফ

খবর পেয়ে সীমান্ত এলাকার বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে শূন্যরেখায় অবস্থান নেন। পরে বিজিবি সদস্যরা তাদের শান্ত করেন।

শুক্রবার দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী আন্তর্জাতিক সীমান্ত পিলার নম্বর ৯৩০ (এইচ এস) এর কাছে এ ঘটনা ঘটে বলে বিজিবির গোরকমণ্ডল বিওপির হাবিলদার দেলবর হোসেন জানান।

আহতরা হলেন, কৃষ্ণানন্দ বকসী গ্রামের শামছুল হক (৬০), জাবেদ আলী (৫৫), তাজুল ইসলাম (৪০), কাশেম আলী (৫০) এবং রিপন (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমকে জানান, ভারতের নারায়ণগঞ্জ-১৩৮ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া পার হয়ে সীমান্তের শূন্যরেখায় প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় সীমান্তে কাজ করা বাংলাদেশি কৃষকরা প্রতিবাদ করলে উভয়পক্ষে মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে বিএসএফ সদস্যরা তাদের লাঠিপেটা শুরু করেন। এতে পাঁচ কৃষক আহত হন। খবর পেয়ে গ্রামবাসী বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ নিয়ে সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে।

স্থানীয় রুবেল ইসলাম বলেন, দুপুরে বিএসএফ সদস্যরা বাংলাদেশের ভিতরে প্রবেশ করলে তাদের বাধা দেওয়া হয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের মারধর করেন।

বিজিবির দেলবর হোসেন বলেন, বর্তমানে সীমান্তে পরিস্থিতি শান্ত রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বিজিবি লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম বলেন, বিএসএফ বাংলাদেশে এসে মারধর করবে এটা এত সহজ না। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএসএফ বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্তে ঢুকে কৃষকদের মারধর!

আপডেট সময় : ০৮:২১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫

 

বাংলাদেশের কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতারী সীমান্তে প্রবেশ করে ৫ কৃষককে পিটিয়ে আহত কওে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। শুক্রবার উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী আন্তর্জাতিক সীমান্ত পিলার নং- ৯৩০/৮এস এর কাছে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে লাঠিচার্জ করে বিএসএফ

খবর পেয়ে সীমান্ত এলাকার বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে শূন্যরেখায় অবস্থান নেন। পরে বিজিবি সদস্যরা তাদের শান্ত করেন।

শুক্রবার দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী আন্তর্জাতিক সীমান্ত পিলার নম্বর ৯৩০ (এইচ এস) এর কাছে এ ঘটনা ঘটে বলে বিজিবির গোরকমণ্ডল বিওপির হাবিলদার দেলবর হোসেন জানান।

আহতরা হলেন, কৃষ্ণানন্দ বকসী গ্রামের শামছুল হক (৬০), জাবেদ আলী (৫৫), তাজুল ইসলাম (৪০), কাশেম আলী (৫০) এবং রিপন (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমকে জানান, ভারতের নারায়ণগঞ্জ-১৩৮ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া পার হয়ে সীমান্তের শূন্যরেখায় প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় সীমান্তে কাজ করা বাংলাদেশি কৃষকরা প্রতিবাদ করলে উভয়পক্ষে মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে বিএসএফ সদস্যরা তাদের লাঠিপেটা শুরু করেন। এতে পাঁচ কৃষক আহত হন। খবর পেয়ে গ্রামবাসী বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ নিয়ে সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে।

স্থানীয় রুবেল ইসলাম বলেন, দুপুরে বিএসএফ সদস্যরা বাংলাদেশের ভিতরে প্রবেশ করলে তাদের বাধা দেওয়া হয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের মারধর করেন।

বিজিবির দেলবর হোসেন বলেন, বর্তমানে সীমান্তে পরিস্থিতি শান্ত রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বিজিবি লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম বলেন, বিএসএফ বাংলাদেশে এসে মারধর করবে এটা এত সহজ না। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে।