বাইডেনের কথিত উপদেষ্টা ৫দিনের পুলিশ হেফাজত
- আপডেট সময় : ০৬:২০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩ ১৫২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট বাইডেনের কথিত উপদেষ্টা মিয়ান আরেফিকে পাঁচদিনের পুলিশ হেফাজতে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালত এ আদেশ দেয়।
৩০ অক্টোবর আটকের তদাকে কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার মিয়ান আরেফিকে কাশিমপুর কারাগার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে উপস্থিত দেখানো হয়। এসময় মামলার সুষ্ঠু তদন্তে পুলিশ হেফাজতের আবেদনের প্রেক্ষিতে পাঁচদিনের হেফাজতে দেন আদালত।
পটুলিশ জানায়, এদিন সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে আসামি মিয়ান আরেফি, হাসান সারওয়ার্দী এবং বিএনপি নেতা ইশরাক হোসেনের নেতৃত্বে ২০ জন নেতাকর্মী কিছু সংবাদমাধ্যমের সামনে উপস্থিত হন। এসময় মিয়ান আরাফি নিজেকে বাইডেনের উপদেষ্টা পরিচয় দেন।
বাংলাদেশ পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন ও বিচার বিভাগের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে তার সরকারের কাছে সুপারিশ করেছেন বলে বক্তব্য দেন কথিত এই উপদেষ্টা।