বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষিত ঘোড়া ও কুকুর উপহার ভারতের
- আপডেট সময় : ০৫:২১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০ ৪৮১ বার পড়া হয়েছে
ভয়েস রিপোর্ট
সেনাবাহিনীকে ২০টি প্রশিক্ষিত ঘোড়া এবং মাইন শনাক্তকারী ১০টি কুকুর উপহার দিয়েছে ভারতের সেনাবাহিনী। মঙ্গলবার রাতে ঢাকায় ভারতীয় হাই কমিশনের তরফে এতথ্য নিশ্চিত করা হয়েছে। হাইকমিশন সূত্র বলছে, বেনাপোল-পেট্রাপোল চেকপোস্টে আনুষ্ঠানিকভাবে এসব ঘোড়া ও কুকুর হস্তান্তর করা হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সেনাবাহিনীর যশোর ডিভিশনের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবীর। অপর দিকে ভারতীয় সেনাবাহিনীর প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ব্রহ্মাস্ত্র কোরের চিফ অব স্টাফ মেজর জেনারেল নারিন্দর সিং খ্রৌড়। ভারতীয় সেনাবাহিনীতে সামরিক কুকুরের কর্মক্ষমতা বেশ প্রশংসিত।
নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করা ইস্যুগুলোতে বন্ধু দেশ বাংলাদেশকে সহায়তা করতে ভারত সর্বদা প্রস্তুত। নিরাপত্তার দিক বিবেবচনায় কুকুরগুলোর সাহস প্রমাণিত। এগুলো মাইন ও নিষিদ্ধ পণ্য শনাক্তকরণে বেশ কার্যকর।