বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যণ সমিতির ঈদ উপহার বিতরণ
- আপডেট সময় : ০৮:০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩ ৯৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যণ সমিতির সভানেত্রী তাহমিদা হান্নানের দিক নির্দেশনায় সোমবার ঢাকার উত্তরায় অবস্থিত ‘আপন নিবাস বৃদ্ধাশ্রম’ এবং ‘আপন ভূবন বৃদ্ধাশ্রম’ এর ১১৪ জন প্রিয় স্বজনের ভালবাসা ও যত্ন বঞ্চিত বৃদ্ধাদের মাঝে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করা হয় : আইএসপিআর
ভয়েস ডিজিটাল ডেস্ক
মানবতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যণ সমিতি। এটিই প্রথম কোন উদ্যোগ নয়। বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে সাধারণের মাঝে সক্রিয় অংশ নিয়ে আসছে এই কল্যাষকামী সংগঠনটি।
এরই ধারাবাহিকতায় সোমবার বাফওয়ার সেবামূলক কার্যক্রমের আওতায় কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সভানেত্রী তাহমিদা হান্নানের দিক নির্দেশনায় সোমবার ঢাকার উত্তরায় অবস্থিত ‘আপন নিবাস বৃদ্ধাশ্রম’ এবং ‘আপন ভূবন বৃদ্ধাশ্রম’ এর ১১৪ জন প্রিয় স¦জনের ভালবাসা ও যত্ন বঞ্চিত বৃদ্ধাদের মাঝে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বর্তমান সরকার নারীদের সামাজিক নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দিয়ে বিধবা ভাতা, বয়স্ক ভাতাসহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের এ সকল উদ্যোগের সাথে একাত্মতা ঘোষণা করে বাফওয়া প্রথমবারের মতো বৃদ্ধাশ্রমে উপহার ও ইফতার বিতরণের কর্মসূচী গ্রহণ করে।
এই অনুষ্ঠানে বাফওয়া সভানেত্রী তাহমিদা হান্নানসহ বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সহ-সভানেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। দিবসের অন্যান্য কার্যক্রমের মধ্যে ছিল বাফওয়া সংশ্লিষ্ট কর্মচারীদের মধ্যে ঈদের উপহার সামগ্রী বিতরণ।